৪০ বছরে এই প্রথম! ভোট গণনার দিন বিহারে থাকবেন না লালু প্রসাদ যাদব

Nov 06, 2020, 18:18 PM IST
1/5

৪০ বছরে এমন হয়নি। বিহারের ভোটগণনা চলছে, আর লালু প্রসাদ যাদব নেই। কিন্তু এটা ২০২০। এই বছর এমন অনেক কিছুই অনভিপ্রেত ঘটনা ঘটছে। 

2/5

আরজেডি-র লালু প্রসাদ যাদব আপাতত জামিন পাচ্ছেন না। ফলে ভোটগণনার দিনও তিনি বিহারে থাকবেন না বলে জানা যাচ্ছে। 

3/5

পশুখাদ্য কেলেঙ্কারির তিনটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন লালু প্রসাদ। তবে তিনি আপাতত জেলে নেই। লালুর শরীর খারাপ। তাই তিনি আপাতত রয়েছেন ঝাড়খণ্ডের রাজেন্দ্র মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে তাঁর চিকিত্সা চলছে।

4/5

তিনটির মধ্যে দুটি মামলায় তিনি জামিন পেয়েছেন। তবে একটি মামলার জন্য এখনও তাঁকে বন্দিদশাতেই কাটাতে হবে। দুমকা ট্রেজারি মামলায় জামিন পেলে তবেই তিনি মুক্তি পেতে পারেন।

5/5

দেওঘর ট্রেজারি ও চাইবাসা মামলায় ইতিমধ্যে জামিন পেয়েছেন লালু প্রসাদ। ১০ নভেম্বর বিহারে ফলপ্রকাশ। আরজেডি-র সমর্থকরা আশা করেছিলেন, ৯ নভেম্বর লালু প্রসাদ যাদব মুক্তি পেয়ে যাবেন।