Road Accident: অ্যাম্বুলেন্স-লরির ভয়ংকর সংঘর্ষ! মুখোমুখি ধাক্কায় গুরুতর আহত একাধিক...

West Medinipur: দাসপুরে ভয়াবহ দুর্ঘটনা! লরির সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি ধাক্কা আহত একাধিক। আম্বুলেন্সে আটকে পড়া চালককে কোনও রকমে উদ্ধার করা হয়।  

Jan 11, 2025, 09:03 AM IST
1/6

চম্পক দত্ত: ঘাটাল-মেদিনীপুর রাজ্য সড়কের দাসপুরের অস্থল এলাকায় ভয়াবহ পথদুর্ঘটনা। দুর্ঘটনার কবলে রোগীবাহী অ্যাম্বুলেন্স।  

2/6

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে অস্থল এলাকায় একটি মালবাহী লরির সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। 

3/6

অ্যাম্বুলেন্সে থাকা রোগী-সহ চালক ও আরও দুজন আহত হয় লরির ধাক্কায়। কোনওক্রমে রোগীকে বার করা গেলেও চালক অ্যাম্বুলেন্সের মধ্যেই আটকে রয়ে যায়।

4/6

স্থানীয় মানুষজন ও দাসপুর পুলিসের চেষ্টায় কোনওক্রমে তাঁকে বার করা হয়। অ্যাম্বুলেন্সে থাকা রোগী, ড্রাইভার ও আহত আরও একজনকে ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। 

5/6

দুর্ঘটনার কারণে রাজ্যসড়কে দেখা যায় দীর্ঘ যানজট,পুলিসের হস্তক্ষেপে যানজট মুক্ত হয়। জানা গিয়েছে,দাসপুরের নাড়াজোল থেকে গুরুতর শারীরিক অসুস্থতার জন্য এক বয়স্ক রোগীকে ঘাটাল হাসপাতালে নিয়ে যাচ্ছিল ওই অ্যাম্বুলেন্স, যাওয়ার পথে এই ভয়াবহ দূর্ঘটনাটি ঘটে।   

6/6

ঘটনায় অ্যাম্বুলেন্সে রোগী, চালক সহ মোট চারজন আহত হয়। অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়, ভিতরে আটকে পড়া চালককে কোনও রকমে বের করা হয়। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘাতক ট্রাক পলাতক।