১৯৮৪ সালের ২-৩ ডিসেম্বর রাতে ভোপালের ইউনিয়ন কার্বাইডের প্ল্যান্ট থেকে লিক হয় বিষাক্ত মিথাইল আইসোশায়ানাইড গ্যাস। কয়েক মুহূর্তে মৃত্যু হয়ে কয়েক হাজার মানুষের। অন্ধ কিংবা অন্যভাবে পঙ্গু হয়ে যান কয়েক হাজার মানুষ। ঘটনার বিভত্সতা চমকে দেয় গোটা দেশকে।
4/6
সরকারি হিসেব মত ওই গ্যাস লিকে মৃত্যু হয়েছিল ১৫,০০০-২০,০০০ মানুষের। গ্যাসে ক্ষতিগ্রস্থ হয়েছিলেন ৫ লাখ মানুষ।
5/6
ক্ষতিগ্রস্থদের অনেকেই ভুগতে থাকেন শ্বাসকষ্ট, চোখের সমস্যা-সহ একাধিক অসুবিধেয়। বহু মানুষের ক্যান্সার ধরা পড়ে। বহু বছর বিকলাঙ্গ শিশুর জন্ম হতে থাকে ক্ষতিগ্রস্থদের পরিবারে।
6/6
মারাত্মক ওই ঘটনায় নামমাত্র কিছু টাকা ক্ষতিপূরণ ভারতকে দিয়েছিল ইননিয়ন কার্বাইড। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন ইউনিয়ান কার্বাইডের চেয়ারম্যানকে ঘটনার রাতে পালিয়ে যেতে সাহায্য করেছিল যারা তারা এখনও রয়ে গিয়েছে আইনের ফাঁসের বাইরেই।