রঙ্গোলির জন্মদিন সেলিব্রেট করতে শ্যুটিং থেকে ছুটি নিয়ে পৌঁছে গেলেন কঙ্গনা

Dec 03, 2020, 18:40 PM IST
1/5

২ ডিসেম্বর কঙ্গনা রানাউতের দিদি তথা ম্যানেজার রঙ্গোলি চান্দেলের জন্মদিন। দিদির জন্মদিন সেলিব্রেট করতে শ্যুটিং থেকে ছুটি নিয়ে বাড়িতে পৌঁছে যান কঙ্গনা।  ছবি-ইনস্টাগ্রাম

2/5

জন্মদিন সেলিব্রেশনের বেশকিছু ছবি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রঙ্গোলি চান্দেল। কেক কেটে দিদির জন্মদিন পালন করতে দেখা যায় অভিনেত্রীকে।   ছবি-ইনস্টাগ্রাম

3/5

বর্তমানে 'তেজস' ছবির শ্যুটিং করছেন কঙ্গনা। সেই ছবির কাজ থেকে ছুটি নিয়েই রঙ্গোলির জন্মদিনের পার্টিতে যান তিনি। লেখেন, ''আমার পরিচালক বিজয় স্যার খুবই দয়ালু। গতকাল তিনি আমাকে একটি বিরতি দিয়েছিলেন, তাই আমরা রঙ্গোলির জন্মদিন উদযাপন করতে পারলাম''।     ছবি-ইনস্টাগ্রাম

4/5

কঙ্গনার সঙ্গে নিজের জন্মদিন উদযাপনের ছবি পোস্ট করে রঙ্গোলি লিখেছেন, ''এটা আমার জন্মদিনের সেরা পার্টি যেটা কিনা সম্ভব হয়েছে একজন ভীষণই ভালো মানুষ আর ভালো বোনের জন্য।''       ছবি-ইনস্টাগ্রাম

5/5

জন্মদিনে দিদি রঙ্গোলিকে তাঁর পছন্দের একটি ছোট্ট কুকুর ছানা উপহার দিয়েছেন কঙ্গনা। তার সঙ্গেও বেশকিছু ছবি পোস্ট করেছেন রঙ্গোলি।     ছবি-ইনস্টাগ্রাম