গরিব মানুষের পাশাপাশি বিশেষ করে নিম্ন মধ্যবিত্তদের কথা ভেবে বসিরহাটের বিধায়ক দীপেন্দু বিশ্বাসের উদ্যোগে পাড়ায় পাড়ায় বিনা পয়সার সবজির বাজার। উপকৃত ক্রেতারা।
2/5
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনের জেরে সাধারণ মানুষের কাজকর্ম, ব্যবসা- সবই বন্ধ। ফলে রোজগারও বন্ধ। খাবার জোগাড় করতে হিমসিম খেতে হচ্ছে তাঁদের।
photos
TRENDING NOW
3/5
গরিব মানুষদের পাশাপাশি সব থেকে সমস্যায় পড়েছেন নিম্ন মধ্যবিত্তরা। তাঁরা না পারছে ত্রাণ নিতে, না পারছে অন্যের কাছে হাত পাততে। তাই এই সমস্যার কিছুটা সুরাহা করতেই এগিয়ে এলেন ফুটবলার বিধায়ক দীপেন্দু বিশ্বাস।
4/5
ত্রানের বদলে ওয়ার্ডে ওয়ার্ডে বিনা পয়সার বাজারের ব্যবস্থা করেছেন দীপেন্দু বিশ্বাস। বসিরহাট ৯ নম্বর ওয়ার্ডের রবীন্দ্র ভবনের পাশে পার্কের মধ্যে বিনা পয়সায় সবজির বাজার বসেছে।
5/5
এই বাজার থেকে ক্রেতারা বিনামূল্যে ১৩ রকম সবজি পান। তার মধ্যে ছিল আলু,পেঁয়াজ,আদা, রসুন,পটল,বেগুন লংকা, কুমড়ো থেকে কাঁচা আম সবই ছিল। বিধায়কের এই উদ্যোগে খুশি বাসিন্দারাও।