সোশ্যাল ডিসটেন্সের বালাই! মিডিল বার্থেও যাত্রী নেবে রেল

May 11, 2020, 16:17 PM IST
1/5

ফাঁকা রাখা হবে না কোনও বার্থ। ট্রেনের স্লিপার বার্থ সংখ্যার সমান সংখ্যক পরিযায়ী শ্রমিকদের নিয়েই চলবে শ্রমিক স্পেশাল ট্রেন। সোমবার এমনই নির্দেশিকা জারি করল রেল।

2/5

শুধু তাই না, এতদিন শ্রমিক স্পেশাল ট্রেন যাত্রাপথে গন্তব্যে পৌঁছানোর আগে কোথাও থামত না।  এবার থেকে সেই নিয়ম পাল্টে গন্তব্য রাজ্যের তিনটি স্টেশনে ট্রেন থামানো হবে। পরিযায়ী শ্রমিকদের ট্রেন থেকে নেমে বাড়ি ফেরার সুবিধার জন্য এই ব্যবস্থা। 

3/5

শ্রমিক স্পেশাল ট্রেনগুলিতে মোট ২৪ টি কোচ থাকে। প্রতিটি কোচে ৭২ টি স্লিপার বার্থ। এতদিন দূরত্ব বজায় রাখতে মিডিল বার্থ ফাঁকা রাখা হত। ফলে একটি কোচে ৫৪ জন শ্রমিক যেতে পারতেন। এবার থেকে মিডিল বার্থ আর ফাঁকা রাখা হবে না।

4/5

গত ১ মে থেকে ৫ লক্ষের বেশি যাত্রী বহন করেছে রেল। নতুন নিয়মের ফলে আগামী দিনে সংখ্যাটা আরও বাড়ানো যাবে বলে আশা করছেন রেল কর্তৃপক্ষ।

5/5

অন্যদিকে মঙ্গলবার থেকে চলবে নির্দিষ্ট কিছু সংখ্যক যাত্রীবাহী ট্রেন। সাধারণ ট্রেনের মতোই অনলাইন তার টিকিট কাটা যাবে। দামের‌ও বিশেষ হেরফের হবে না। কোন ওয়েটিং লিস্ট‌ও থাকবে না। এই ট্রেনগুলির ক্ষেত্রেও মাঝের বার্থ ফাঁকা রাখা হবে না বলে জানিয়েছে রেল।