রবিবার বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন, এক নজরে দেখে নিন সর্বশেষ হালহকিকত

Dec 29, 2018, 14:44 PM IST
1/12

বাংলাদেশ নির্বাচন

Bangladesh_1

শুরু হচ্ছে বাংলাদেশের ১১তম জাতীয় সংসদ নির্বাচন। রবিবার ভোটগ্রহণ পর্ব শুরু।

2/12

বাংলাদেশ নির্বাচন

Bangladesh_2

দশ বছর পর সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করছে ৩৯টি রাজনৈতিক দল। যার মধ্যে, লড়াইয়ের ময়দানে অন্যতম হল বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামি লিগ এবং প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাংলাদেশ ন্যাশনাল পার্টি (বিএনপি)।

3/12

বাংলাদেশ নির্বাচন

Bangladesh_3

আগামিকাল ১০.৪২ কোটি মানুষ এই নির্বাচনে অংশগ্রহণ করতে চলেছেন।

4/12

বাংলাদেশ নির্বাচন

Bangladesh_4

৩০০টি কেন্দ্রের মধ্যে ২৯৯টি কেন্দ্র ভোটগ্রহণ হবে। 

5/12

বাংলাদেশ নির্বাচন

Bangladesh_5

জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থীর মৃত্যু হওয়ায় গাইবান্ধা -৩ কেন্দ্রের ভোট হবে আগামী ২৭ জানুয়ারি।

6/12

বাংলাদেশ নির্বাচন

Bangladesh_6

জানা যাচ্ছে, এ বারের  নির্বাচনে মোট ১৮৬১ জন প্রার্থী লড়ছেন।

7/12

বাংলাদেশ নির্বাচন

Bangladesh_7

মোট ২৯৯টি কেন্দ্রের জন্য ৪০,১৮৩টি ভোটকেন্দ্র এবং ২ লক্ষের বেশি বুথ তৈরি করা হয়েছে।

8/12

বাংলাদেশ নির্বাচন

Bangladesh_8

মোট ভোটকেন্দ্রের ৬৪ শতাংশ স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে।

9/12

বাংলাদেশ নির্বাচন

Bangladesh_9

১০১৬ বাহিনী বর্ডার গার্ডস বাংলাদেশ, ৪২৯ বাহিনী সেনা, ৫০ বাহিনী নৌসেনা, ৪০ উপকূল রক্ষী বাহিনী এবং কয়েক হাজার পুলিস মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নকেও নামানো হয়েছে।

10/12

বাংলাদেশ নির্বাচন

Bangladesh_10

ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ ও সাতক্ষীরা-২ – এই ছয় কেন্দ্রে ইভিএম ভোট নেওয়া হবে।

11/12

বাংলাদেশ নির্বাচন

Bangladesh_11

নির্বাচনের নিয়ম সুনিশ্চিত করতে ১৩৬১ কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৬৪০ বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের উপর দায়িত্ব দেওয়া হয়েছে।

12/12

বাংলাদেশ নির্বাচন

Bangladesh_12

শনিবার দুপুর ১২টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত রাস্তায় মোটরবাইক চালানো নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যান্য যানবাহনের উপর সোমবার দুপুর ১২টা পর্যন্ত  নিষেধাজ্ঞা থাকবে। সাংবাদিকদের গাড়ি এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে।