দশ বছর পর বরফে ঢাকল দার্জিলিং, নাথু লায় আটকে পড়েন ২৫০০ পর্যটক

Dec 29, 2018, 17:48 PM IST
1/9

বরফের চাদরে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।

2/9

১০ বছর পর বরফ পড়ল দার্জিলিংয়ে।

3/9

হাড়কাঁপানো ঠান্ডা সঙ্গে বরফ, পর্যটকের ঢল দার্জিলিংয়ে।

4/9

শুক্রবার এই মরশুমের প্রথম তুষারপাত হয় সিকিমেও।

5/9

প্রবল তুষারপাতের জেরে নাথুলায় আটকে পড়ে পর্যটকদের ৪০০টি গাড়ি।

6/9

প্রায় ২৫০০ পর্যটককে উদ্ধার করে শেরথাঙ্গে ছাউনিতে নিয়ে আসে সেনা।

7/9

সেখানে তাঁদের প্রাথমিক শুশ্রূষার পর খাবার, ওষুধ ও আশ্রয় দেওয়া হয়।

8/9

তবেবে আরও কিছু পর্যটক এখনও সেখানে আটকে রয়েছেন বলে খবর।

9/9

তাদের দ্রুত উদ্ধারের চেষ্টা করছে সেনা।