Bangladesh Air Force | Indian Air Force: বাংলাদেশ বায়ুসেনার হাতেখড়ি হয়েছিল ভারতেই! সেই দিন কী ঘটে ডিমাপুরে?
1/5
সেই দিন কী ঘটে ডিমাপুরে?
১৯৭১ সালের ২৮ সেপ্টেম্বর নাগাল্যান্ডের ডিমাপুরে একটি চেতক, একটি সশস্ত্র ওটার এবং একটি ডাকোটা, ৯ জন অফিসার এবং ৫৭ জন কর্মী নিয়ে গড়ে ওঠে বাংলাদেশ বিমান বাহিনী। এই দিনেই তিনজন পাইলট, স্কোয়াড্রন লিডার সুলতান আহমেদ, ফ্লাইট লেফটেন্যান্ট বদরুল আলম এবং একজন বেসামরিক পাইলট, ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদ, ভারতীয় বিমান বাহিনীর কাছে ডিমাপুরে কিলো ফ্লাইটে তাদের প্রশিক্ষণ শুরু করেছিলেন।
2/5
সেই দিন কী ঘটে ডিমাপুরে?
স্কোয়াড্রন লিডার সুলতান আহমেদ এবং ফ্লাইট লেফটেন্যান্ট বদরুল আলম যারা পাকিস্তান বিমান বাহিনীর কাজ ছেড়ে দেন। একেই বাংলাদেশের প্রথম বিমান বাহিনীর প্রথম ইউনিট বলে মনে করা হয়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের জন্মের পর, কিলো ফ্লাইট বিমানটি বাংলাদেশের কাছে হস্তান্তর করে ভারত। বুলেটবিদ্ধ হলেই বিমানটি তখনও আকাশে ওড়ার যোগ্য ছিল।
photos
TRENDING NOW
3/5
সেই দিন কী ঘটে ডিমাপুরে?
4/5
সেই দিন কী ঘটে ডিমাপুরে?
5/5
সেই দিন কী ঘটে ডিমাপুরে?
photos