Gas Price Hike: দীপাবলির আগেই ১০০ টাকারও বেশি বাড়ল গ্যাসের দাম!

Nov 01, 2023, 11:50 AM IST
1/7

বাড়ল গ্যাসের দাম!

Gas Price Hike

অয়ন ঘোষাল: দীপাবলির আগেই বাড়ল গ্যাসের দাম! আজ সকাল থেকে লাগু হচ্ছে নতুন দাম।  

2/7

বাড়ল গ্যাসের দাম!

Gas Price Hike

১০০ টাকারও বেশি বাড়ল গ্যাসের দাম। ১০৩ টাকা ৫০ পয়সা বাড়ল গ্যাসের দাম!  

3/7

বাড়ল গ্যাসের দাম!

Gas Price Hike

বাণিজ্যিক ১৯ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ১০৩ টাকা ৫০ পয়সা।  

4/7

বাড়ল গ্যাসের দাম!

Gas Price Hike

এরফলে দীপাবলি-ভাইফোঁটার মরশুমে বাইরে রেস্তরাঁয় খাওয়াদাওয়ার খরচ আরও বাড়তে চলেছে।  

5/7

বাড়ল গ্যাসের দাম!

Gas Price Hike

এতদিন বাণিজ্যিক ১৯ কেজি সিলিন্ডারের দাম ছিল ১৮৩৯ টাকা ৫০ পয়সা।   

6/7

বাড়ল গ্যাসের দাম!

Gas Price Hike

১০৩ টাকা ৫০ পয়সা বাড়ার পর, বাণিজ্যিক ১৯ কেজি সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল ১৯৪৩ টাকা।  

7/7

বাড়ল গ্যাসের দাম!

Gas Price Hike

তবে রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত থাকছে। ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৯২৯ টাকা-ই রয়েছে।