1/5
ভোটের দামামা বেজে গিয়েছে। একুশের বিধানসভা ভোটের আগে পাখির চোখ বাংলায়। ফেব্রুয়ারির শেষ বা মার্চের প্রথম সপ্তাহেই কি ভোট হতে চলেছে কলকাতা পুরসভায়? জোরালো হল এই জল্পনা। সূত্রের খবর, আগামী সতেরই ডিসেম্বর সুপ্রিম কোর্টে এমনই প্রস্তাব দিতে চলেছে নির্বাচন কমিশন। আর সেই ইনিংসেই রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
2/5
বিজেপি সূত্রের খবর, নাড্ডার সফরের পর চলতি মাসেই রাজ্যে আসছেন অমিত শাহ। ১৯-২০ তারিখ দলীয় কর্মসূচিতে যোগ দেবেন জানা গিয়েছে, অংশ নেবেন দলের তিনটি আলাদা কর্মসূচিতে। দলীয় সূত্রে খবর, অমিত শাহ যেতে পারেন জেলা সফরেও। জানা গিয়েছে ১৯ ডিসেম্বর অর্থাৎ শনিবার বনগাঁ এবং ২০ ডিসেম্বর অর্থাৎ রবিবার বোলপুর যাবেন তিনি। এর মাঝে দলের কর্মীদের সঙ্গে বৈঠকও করার কথা তাঁর।
photos
TRENDING NOW
3/5
4/5
পরিস্থিতিতে রাজ্যের নিন্দায় ইতিমধ্যেই টুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ একের পর এক ট্যুইট করে বলছেন, 'আজ বাংলায় বিজেপি-র সভাপতি জেপি নড্ডাজির উপর আক্রমণ খুব নিন্দনীয়। কেন্দ্রীয় সরকার এই ঘটনা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। এই হিংসার জন্য বাংলার সরকারকে রাজ্যের শান্তিকামী মানুষদের জবাব দিতে হবে।
5/5
photos