1/8
2/8
photos
TRENDING NOW
3/8
4/8
১৮২০ সালের ১৫ জুলাই জন্ম তাঁর। বর্ধমান জেলায় নবদ্বীপের কাছে চুপি গ্রামে জন্ম তাঁর। কলকাতার ওরিয়েন্টাল সেমিনারিতে প্রাথমিক শিক্ষালাভ। বাবার মৃত্যু ঘটলে স্কুল ছেড়ে কর্মজীবনে প্রবেশ করতে হয়। বাড়িতে পড়াশোনা করেই তিনি গণিত, ভূগোল, পদার্থবিদ্যা, উদ্ভিদবিদ্যা প্রভৃতি বিষয়ে ব্যুত্পত্তি অর্জন করেন। ইংরেজি, বাংলা, সংস্কৃত, ফার্সি ও জার্মান ভাষাতেও পাণ্ডিত্য অর্জন করেন তিনি।
5/8
সংবাদপত্রে লেখালেখির মাধ্যমে লেখক জীবন শুরু করেন। ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত সংবাদ প্রভাকর পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন; লেখক হিসেবে বিশেষ খ্যাতি লাভের কারণে ১৮৪৩ সালে তাকে ব্রাহ্মসমাজ ও তত্ত্ববোধিনী সভার মুখপত্র তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদকের পদে মনোনীত হন। ১৮৫৫ সাল পর্যন্ত এই পত্রিকাটি সম্পাদনা করেছিলেন।
6/8
7/8
8/8
অক্ষয়কুমার মধ্যবয়সে ফরাসি দর্শন দ্বারা প্রভাবিত হয়ে একাত্মাবাদ গ্রহণ করেছিলেন। এদিকে আরও পরিণত বয়সে প্রাথর্নার প্রয়োজন অস্বীকার করে একটি সমীকরণ রচনা করেছিলেন। এবং জীবনের একেবারে উপান্তে এসে তিনি পরিণত হন বৈজ্ঞানিক যুক্তিবাদে বিশ্বাসী একজন অজ্ঞেয়বাদীতে। প্রখর মননবাদী অক্ষয়কুমার কোনও নির্দিষ্ট ধর্ম বা দর্শনে আস্থা স্থাপন করতে পারেননি।
photos