করোনাভাইরাস মানুষের সৃষ্টি করা, দাবি নোবেল জয়ী বিজ্ঞানীর

Apr 17, 2020, 17:36 PM IST
1/5

করোনা মানুষের তৈরি

করোনা মানুষের তৈরি

করোনাভাইরাসের উত্পত্তি চিনের উহানে নয়। বরং চিনেরই কোনে ল্যাবরেটরিতে। এমন অভিযোগ করেছিলেন অনেকেই। তবে এই দাবির সপক্ষে কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি। আমেরিকা জানিয়েছে, তারা এই ভাইরাসের উত্পত্তস্থল কোথায় তা জানতে গভীরে গিয়ে তদন্ত করবে। তবে এবার এক নোবেলজয়ী বিজ্ঞানীর দাবি নতুন করে জল্পনা উস্কে দিল।

2/5

করোনা মানুষের তৈরি

করোনা মানুষের তৈরি

এইচআইভি—র আবিষ্কারক লুক মন্টাগনিয়ার। তিনি জানিয়েছেন করোনার গতিবিধি বলে দিচ্ছে যে এই প্রাণগাতী ভাইরাস মানুষের তৈরি।

3/5

করোনা মানুষের তৈরি

করোনা মানুষের তৈরি

ফ্রান্সের নোবেল জয়ী ভাইরোলজিস্ট জানিয়েছেন, কোনওভাবে দুর্ঘটার কারণে এই ভাইরাস ল্যাবের বাইরে এসেছে এবং সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। 

4/5

করোনা মানুষের তৈরি

করোনা মানুষের তৈরি

ফ্রান্সের সি-নিউজে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেছেন, ভারতীয় গবেষকরা প্রথমে করোনাভাইরাস বিশ্লেষণের ফলাফল জানিয়েছিল। এর পর আমি ও আমার সহকর্মীরা এই ভাইরাসের জিনোম বিশ্লেষণ করে দেখি। একটা স্তর পর্যন্ত এইচআইভি ভাইরাসের সঙ্গে করোনার অনেক মিল রয়েছে  

5/5

করোনা মানুষের তৈরি

করোনা মানুষের তৈরি

লুক মনে করেন, এইচআইইভির ভ্যাকসিন আবিষ্কারের জন্য কাজ করছিলেন চিনা গবেষকরা। ফলে সেখানে অনেক ভাইরাসের বিশ্লেষণ করে দেখা হচ্ছিল। সেই ল্যাব থেকেই দুর্ঘটনাবশত করোনা ছড়িয়ে পড়ে।