Air Pollution: ভয়ংকর! হাজার-হাজার মানুষ মারা যাচ্ছেন ভারত জুড়ে! দিল্লি-বারাণসী-কলকাতা...

Air Pollution Leading to Death: এই মুহূর্তে বিশ্বে বায়ুদূষণ এক আতঙ্কে পরিণত। তথ্য বলছে, বায়ুদূষণ থেকে ভারতে প্রতি বছর হাজার-হাজার মানুষের মৃত্যু ঘটছে!

| Jul 04, 2024, 14:50 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দূষণ প্রতিদিনই একটা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে বিশ্ব জুড়ে। ভারতেও ছবিটা এক। ভারতের প্রথম সারির শহরগুলিতে দূষণের রোষকষায়িত চক্ষু যেন বেশি করে দেখা যাচ্ছে। দূষণ নানা প্রকার-- জলদূষণ, বায়ুদূষণ। এই মুহূর্তে বিশ্বে বায়ুদূষণ একটা আতঙ্কে পরিণত। একটি তথ্য বলছে, বায়ুদূষণ থেকে ভারতে প্রতি বছর ৩৩ হাজার মানুষের মৃত্যু ঘটে! 

1/6

'ল্যানসেট প্ল্যানেটরি হেলথ'

'ল্যানসেট প্ল্যানেটরি হেলথ'-য়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্ট রীতিমতো আতঙ্ক তৈরি করে দিয়েছে দেশ জুড়ে!

2/6

ভারতে

সেই রিপোর্ট বলছে, দিল্লি, আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, কলকাতা, মুম্বই, পুণে, শিমলা, বারাণসীতে হাজারে-হাজারে মানুষ মারা যাচ্ছেন। 

3/6

'হু'-কে বুড়ো আঙুল

এই শহরগুলির বায়ুর অবস্থা 'হু'-নির্ধারিত দূষণমাত্রাকে বুড়ো আঙুল দেখিয়ে অনেক-অনেক খারাপ। 

4/6

তলানিতে গুণমান

আর এর জেরে বড় ও ভারী শহরগুলিতে শ্বাসযোগ্য বাতাসের গুণমান সবচেয়ে তলানিতে।

5/6

দিল্লিতে

শুধু দিল্লিতেই এর জেরে বছরে মারা যান ১২ হাজার মানুষ!

6/6

আতঙ্ক বঙ্গেও

বায়ু দূষণের জেরে মৃত্যুর তালিকায় খুব উপরেই দিকেই রয়েছে বারাণসী, কলকাতার মতো শহরগুলিও। ফলে, আতঙ্ক পশ্চিমবঙ্গেও!