Hardik Pandya: হার্দিকের টিম ইন্ডিয়ার তারকাখচিত কোচিং স্টাফ কেমন? ছবিতে দেখে নিন
আগামী ২৬ ও ২৮ জুন ডাবলিনে দুটি ম্যাচ খেলবে 'মেন ইন ব্লু' ব্রিগেড। রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) অবর্তমানে এই দলের হেড কোচ হয়েছেন ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)। এছাড়া এই দলের সাপোর্ট স্টাফ কেমন, সেটা দেখে নিন।
নিজস্ব প্রতিবেদন: আইপিএল-এর (IPL 2022) আবির্ভাবেই গুজরাত টাইটান্সকে (Gujarat Titans) চ্যাম্পিয়ন করিয়েছেন। সেই সুবাদে পেয়েছেন টিম ইন্ডিয়ার (Team India) ব্যাটন। হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বে আয়ারল্যান্ডের (India Tour Of Ireland) বিরুদ্ধে দুটি টি-টয়েন্টি খেলবে ভারতীয় দল। আগামী ২৬ ও ২৮ জুন ডাবলিনে দুটি ম্যাচ খেলবে 'মেন ইন ব্লু' ব্রিগেড। রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) অবর্তমানে এই দলের হেড কোচ হয়েছেন ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)। এছাড়া এই দলের সাপোর্ট স্টাফ কেমন, সেটা দেখে নিন।
1/5
হার্দিক পান্ডিয়া
2/5
ভিভিএস লক্ষ্মণ
লক্ষ্মণের ব্যাপারে নতুন ভাবে কোনও পরিচিতির দরকার নেই। একদা ভারতীয় টেস্ট ব্যাটিংয়ের মেরুদণ্ড গত কয়েক বছর ধরে কোচ হিসেবে কেরিয়ার শুরু করে দিয়েছেন। ২০১৩ থেকে ২০২১ পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে মেন্টর হিসেবে যুক্ত ছিলেন। ২০১৬ সালে আইপিএল জয়ী হওয়ার পর ২০১৮ সালে রানার্স হয়েছিল এসআরএইচ। এই মুহূর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ডিরক্টর হিসেবে কাজ করছেন তিনি। এহেন লক্ষ্মণ আয়ারল্যান্ড সফরে হার্দিকদের দায়িত্ব সামলাবেন।
photos
TRENDING NOW
3/5
সাইরাজ বাহুতুলে
ভারতীয় ও মুম্বইয়ের এই প্রাক্তন লেগ স্পিনার গত কয়েক বছর ধরে কোচ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। কয়েক মুম্বই, বিদর্ভ, বাংলার দায়িত্ব সামলানোর পর ভারতীয় 'এ' দলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ফলে রাহুল দ্রাভিড় ও ভিভিএস লক্ষ্মণের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁর রয়েছে। এছাড়া রাজস্থান রয়্যালসের সঙ্গেও যুক্ত আছেন বাহুতুলে। তিনি এ বার লক্ষ্মণের সঙ্গে কাজ করবেন।
4/5
সীতাংশু কোটাক
সেই ১৯৯২ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত সৌরাষ্ট্রের হয়ে ঘরোয়া ক্রিকেটে দাপট দেখিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। অবসর নেওয়ার পর কোচ হিসেবে নিজের কেরিয়ার শুরু করেন তিনি। এরপর অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের পাশাপাশি 'এ' দলের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। দ্রাবিড় এনসিএ-এর ডিরেক্টর হওয়ার পর তিনিই অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের পাশাপাশি 'এ' দলের দায়িত্ব সামলাতেন। তিনি এখন হার্দিকের টিম ইন্ডিয়ার অন্যতম সাপোর্ট স্টাফ।
5/5
মুনিশ বালি
photos