Bengal Weather: দুই ঘূর্ণাবর্তের ভ্রুকুটিতে কাঁপছে শীত! পৌষের কাছাকাছি রোদ-মাখা সেই দিন আর কি ফিরবে?
Weather Update: পশ্চিমী ঝঞ্ঝায়ে আটকে যাবে উত্তুরে হাওয়া। দক্ষিণপূর্ব বাতাসে ভর করে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এদিকে আবার দার্জিলিংয়ে বৃষ্টি তুষারপাতের পূর্বাভাস।
1/6
আবহাওয়ায় বিরাট পরিবর্তন
2/6
আবহাওয়ায় বিরাট পরিবর্তন
আংশিক মেঘলা আকাশে রাতের তাপমাত্রা বাড়বে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া রাজ্যের বাকি কোথাও আর বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবার দার্জিলিংয়ে বৃষ্টি তুষারপাতের পূর্বাভাস। দার্জিলিং-এর উত্তরের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা সোমবার ১৩ জানুয়ারি। হালকা তুষারপাত হতে পারে সান্দাকফু-সহ দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়।
photos
TRENDING NOW
3/6
আবহাওয়ায় বিরাট পরিবর্তন
একইসঙ্গে বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং এর উত্তর এলাকায়। বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। শুক্র ও শনিবার কুয়াশার সম্ভাবনা। শনিবার কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা সতর্কবার্তা। দৃশ্যমানতা ৫০ মিটার বা তার নিচে নেমে আসতে পারে এই চার জেলার দু-এক জায়গায়।
4/6
আবহাওয়ায় বিরাট পরিবর্তন
5/6
আবহাওয়ায় বিরাট পরিবর্তন
6/6
আবহাওয়ায় বিরাট পরিবর্তন
photos