Ustad Rashid Khan Demise: ‘ভারতকণ্ঠ’ নেই! গান স্যালুটে কাঁদল বাংলা…

Jan 10, 2024, 13:29 PM IST
1/7

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ৯ জানুয়ারি দুপুর ৩ টে ৪৫ মিনিটে পরলোক গমন করেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক রশিদ খান।

2/7

রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটে শেষ বিদায় সঙ্গীতশিল্পীকে। রবীন্দ্রসদনেই জানানো হয় রাষ্ট্রীয় মর্যাদা।

3/7

রবীন্দ্র সদনে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, মেয়র ফিরহাদ হাকিম এবং আরও বিশিষ্ট মানুষেরা।

4/7

উত্তরপ্রদেশে পৈতৃক বাড়িতে নিয়ে যাওয়া হবে মরদেহ। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে সঙ্গীতশিল্পীর।

5/7

বুধবার সকাল থেকেই তাঁর নিথর দেহ শায়িত ছিল রবীন্দ্র সদনে। গান স্যালুটের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদা জানানোর পর দেহ নিয়ে যাওয়া হবে নাকতলায়।

6/7

উস্তাদ রশিদ খানের জন্ম ১৯৬৮ সালের ১ জুলাই উত্তর প্রদেশের বদায়ুনে। রামপুর-সহসওয়ান ঘরানার শিল্পী তিনি।

7/7

শাস্ত্রীয় সঙ্গীত ও কনটেম্পোরারি সুরের মিশেলে তাঁর সব গান নতুন জেনারেশেনের কাছেও জনপ্রিয়তাও পেয়েছে।