Bengal Weather Update: সাগরে ফুঁসছে ঝড়! এদিকে উদগ্রীব বাঙালি কবির মতোই সপ্রশ্ন 'শীতকাল কবে আসবে সুপর্ণা'?

New Cyclonic System over Bay of Bengal: আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়ে দিলেন শনিবারের সন্ধ্যার আবহাওয়ার আপডেট।

| Nov 09, 2024, 19:36 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়ে দিলেন শনিবারের সন্ধ্যার আবহাওয়ার আপডেট। কী জানা গেল? জানা গেল, রাজ্য জুড়েই শুষ্ক আবহাওয়ার দাপট থাকবে। মাঝ-নভেম্বরে হাওয়াবদল। তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচে নামতে পারে। ফলে রাজ্য জুড়েই এবার শীতের আমেজের সম্ভাবনা। (তথ্য: সন্দীপ প্রামাণিক)

1/6

১৫ নভেম্বর

১৫ নভেম্বর থেকেই বইবে উত্তুরে হাওয়া। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে। পশ্চিমের জেলায় পারাপতন হবে বেশি।

2/6

উত্তুরে হাওয়া

একটি অক্ষরেখা রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত। এর প্রভাবে বিপরীত ঘূর্ণাবর্ত বাংলা-ওড়িশার উপকূলে। 

3/6

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। আগামীকাল নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা বেশি। এই নিম্নচাপ ধীর গতিতে পশ্চিমমুখী অগ্রসর হবে। শ্রীলঙ্কা ও তামিলনাডু উপকূলে এর অভিমুখ। এর প্রভাব বাংলায় পড়বে না।

4/6

হালকা কুয়াশা

আজ, শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির আর কোনও সম্ভাবনা নেই। সব জেলাতেই শুষ্ক আবহাওয়া। হালকা কুয়াশা বা ধোঁয়াশার পরিস্থিতি।  

5/6

ভেস্তে যাবে জগদ্ধাত্রী পুজো?

আগামীকাল রবিবার ও পরশু সোমবার জগদ্ধাত্রী পুজোর নবমী/দশমীর দিন হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উপকূলের জেলায়। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনার দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।

6/6

পার্বত্য এলাকাতেই বৃষ্টি

উত্তরবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া। সকালের দিকে সুস্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখার সম্ভাবনা। মঙ্গলবার দার্জিলিং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বুধবার এই দুই জেলার সঙ্গে জলপাইগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে শুধু দার্জিলিংয়ের পার্বত্য এলাকাতেই বৃষ্টির সম্ভাবনা।