7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর, মার্চের বেতনের সঙ্গে পাবেন অতিরিক্ত ৩৮৬৯২ টাকা!
কীভাবে? জানুন বিস্তারিত
1/6
কেন্দ্রীয় সরকারি কর্মচারী-পেনশনভোগীদের জন্য সুখবর
নিজস্ব প্রতিবেদন: দোল বা হোলির (Holi Festival) আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য সুখবর। দীর্ঘ অপেক্ষার পর 7th Pay Commission-এর ঘোষণা অনুযায়ী অবশেষে ৩ শতাংশ ডিএ (Dearness Allowance) বেড়েছে। ফলে এবার ৩১ শতাংশের বদলে ৩৪ শতাংশ হারে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা।
2/6
লাভবান হবেন প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী
photos
TRENDING NOW
3/6
AICPI-IW কী বলছে?
4/6
DA Calculator from July 2021
5/6
বেসিক স্য়ালারি ১৮০০০ টাকা হলে
6/6
মার্চে ৩৮ হাজার ৬৯২ টাকা
যদি কারও বেসিক স্য়ালারি যদি ৫৬৯০০ টাকা হয়। তবে নয়া হারে (34%) তাঁর মাসিক মহার্ঘ্য ভাতা হবে ১৯৩৪৬ টাকা। পুরনো হারে (31%) যা হত প্রতি মাসে ১৭৬৩৯ টাকা। ফলে মাসে ডিএ বাড়ছে ১৭০৭ টাকা। বছরে যা হয় ২০৪৮৪ টাকা। অর্থাৎ বছরের প্রথম দু'মাসের হিসেবে কর্মীচারিরা অতিরিক্ত ৩৮ হাজার ৬৯২ টাকা পাবেন। এই টাকা মার্চের বেতনের সঙ্গে পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা।
photos