ট্রেনের ধাক্কায় কাটা পড়ল হাফ ডজন শকুন

Feb 02, 2019, 17:41 PM IST
1/9

কথায় আছে, শকুনের শাপে গরু মরে না। কিন্তু মরা গরু খেতে গিয়েই বেঘোরে প্রাণ হারাল হাফ ডজন শকুন।

2/9

ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল ৬টি শকুনের। শুক্রবার অত্যন্ত মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দার্জিলিংয়ের গুলমায়।  

3/9

দার্জিলিং ওয়াইল্ড লাইফ ডিভিশনের ডিএফও ধরমদেও রাই জানিয়েছেন, রেললাইনের উপর একটি গরুর মৃতদেহ পড়েছিল। ট্রেনের ধাক্কাতেই ওই গরুটির মৃত্যু হয়েছে।

4/9

এখন রেললাইনের উপর বসে সেই মরা গরুটি-ই খাচ্ছিল শকুনগুলি। সেইসময়ই ট্রেনের ধাক্কায় কাটা পড়ে শকুনগুলি।  

5/9

গুলমা স্টেশন সূত্রে খবর, ডাউন কামাখ্যা-পুরী এক্সপ্রেস বা আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেস বা টিএসএলজে-ডোলো, এই ৩টি ট্রেনের কোনও একটির ধাক্কায় কাটা পড়ে শকুনগুলি।

6/9

এই ঘটনায় হতবাক বন্যপ্রাণ বিশেষজ্ঞরা। সত্যিই এটা অত্যন্ত আশ্চর্যের যে ৬টা শকুনের একটিও উড়ে পালিয়ে যেতে পারেনি, তার আগেই ট্রেন এসে ধাক্কা মারে।

7/9

মৃত্যুর সঠিক কারণ জানতে শকুনগুলির দেহ উদ্ধারের পর ময়নাতদন্তও করা হয়।

8/9

প্রসঙ্গত, বিগত কয়েক বছরে শকুনের সংখ্যা এমনিতেই বিপন্নপ্রায়। এর একটা কারণ ডাইক্লোফেনাকের যথেচ্ছ ব্যবহার।

9/9

তারমধ্যে এই ঘটনা নিঃসন্দেহে পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে উদ্বেগজনক।