1/6
s 6
লোকসভা নির্বাচন শিয়রে। বিজেপির পাখির চোখ এখন পশ্চিমবঙ্গ। শনিবারই রাজ্যে দুটি সভা করেছেন প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংও রাজ্যে সভা করেছেন। তবে গোটা দেশের কথা ধরলে মোদীর দ্বিতীয়বার ক্ষমতায় আসার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হতে পারেন তিন মহিলা নেত্রী। এরা হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মায়াবতী এবং প্রিয়ঙ্কা বঢরা। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
2/6
S 5
photos
TRENDING NOW
3/6
S 4
4/6
S 3
5/6
S 2
আগামী লোকসভা নির্বাচনে মায়াবতীও ভোগাতে পারেন বিজেপিকে। বিশেষ করে সপার সঙ্গে জোটের পর। দলিত ও পিছড়েবর্গতো বটেই রাজ্যেও মুসলিম ভোটের একাংশও এই জোটের দিকে আসবে বলে মনে করা হচ্ছে। বসপা মুখপাত্র সুধীন্দ্র ভাদোরিয়ার দাবি, মায়াবতী দলিত, পিছড়েবর্গ, গরিব ও সংখ্যালঘুদের একত্র করতে পেরেছেন। তাঁকে শুধু মহিলা নেত্রী বললে ভুল হবে।
6/6
s 1
পশ্চিমবঙ্গে বিজেপির বড় চ্যালেঞ্জ তৃণমূল কংগ্রেস। সেদিক থেকে দেখতে গেলে মায়া-প্রিয়ঙ্কার থেকেও বিজেপির সামনে কড়া প্রতিরোধ গড়ে তুলতে পারেন মমতা। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। প্রাক্তন মন্ত্রী দীনেশ ত্রিবেদী বলেন, অন্য দুই নেত্রীর থেকে অনেক এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। পথ দেখানোর জন্য রাহুল-প্রিয়ঙ্কা যদি মমতা দ্বারস্থ হন তাহলে অবাক হব না।
photos