Kumari Puja at Kankalitala: কন্যারূপা! ৪৯ বছর ধরে ৫১ কুমারীর পুজো হয়ে আসছে শক্তিপীঠ কঙ্কালীতলায়...
Kumari Puja at Kankalitala: বীরভূমের কঙ্কালীতলার কুমারী পুজো খুবই ঐতিহ্যবাহী এবং এক বিশেষ মাহাত্ম্যপূর্ণ ব্যাপার। কঙ্কালীতলা একান্ন সতীপীঠের অন্যতম!
প্রসেনজিৎ মালাকার: বীরভূমের কঙ্কালীতলার কুমারী পুজো খুবই ঐতিহ্যবাহী এবং এক বিশেষ মাহাত্ম্যপূর্ণ ব্যাপার। কঙ্কালীতলা একান্ন সতীপীঠের অন্যতম, যেখানে সতীর কঙ্কাল পড়েছিল বলে কথিত। প্রতি বছর ত্রয়োদশী তিথিতে, কোজাগরী লক্ষ্মীপুজোর আগের দিন, কঙ্কালীতলায় এক বিশেষ পুজোর আয়োজন করা হয়। কীসের আয়োজন? (ছবি ও তথ্য: প্রসেনজিৎ মালাকার)
1/6
৫১ কুমারীর পুজো
2/6
৪৯ বছর ধরে
photos
TRENDING NOW
3/6
পঞ্চবটীর নীচে
4/6
সতীর নবজন্ম?
5/6
৫ থেকে ৯ বছরের কুমারী
6/6
৫ হাজার মানুষের ভোগ
photos