শেখ হাসিনার জন্য রাজকীয় আয়োজন! ইডেনে থাকবে ৫০ পদের রান্না

Nov 06, 2019, 16:52 PM IST
1/6

হাসিনার জন্য ৫০ পদ

হাসিনার জন্য ৫০ পদ

ইলিশ থেকে শুরু করে পোস্ত! কী না থাকছে! সব মিলিয়ে ৫০টি পদ থাকবে শেখ হাসিনার জন্য। এদেশে অতিথি হয়ে আসছেন তিনি। তাঁর আতিথেয়তায় কোনও খামতি রাখতে চান না বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। 

2/6

হাসিনার জন্য ৫০ পদ

হাসিনার জন্য ৫০ পদ

২২শে নভেম্বর ইডেনে দিন-রাতের টেস্ট খেলবে ভারত-বাংলাদেশ। গোলাপি বলের সেই টেস্ট দেখতে অতিথি হিসাবে থাকার কথা বাংলাদেশের প্রধানমন্ত্রীর। থাকবেন আরও অনেক বিশিষ্ট ব্যক্তি। ইডেনে শেখ হাসিনার জন্য থাকবে রাজকীয় আয়োজন। 

3/6

হাসিনার জন্য ৫০ পদ

হাসিনার জন্য ৫০ পদ

ভেটকি পাতুড়ি, সর্ষে ইলিশ, ডাব চিংড়ি দিয়ে আপ্যায়ন করা হবে শেখ হাসিনাকে। ছানার ডালনা, ফুলকপির ডালনাসহ ৫০টি জিভে জল আনা পদ থাকবে তাঁর জন্য। এছাড়া চিকেন ও মাটনের বিভিন্ন পদও থাকবে। 

4/6

হাসিনার জন্য ৫০ পদ

হাসিনার জন্য ৫০ পদ

বিসিসিআই-এর সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় চূড়ান্ত মেনু ঠিক করবেন। এরই মধ্যে সিএবি কর্তারা শহরের একটি পাঁচতারা হোটেল কর্তৃপক্ষের সঙ্গে মেনু নিয়ে আলোচনা সেরে ফেলেছেন। 

5/6

হাসিনার জন্য ৫০ পদ

হাসিনার জন্য ৫০ পদ

রাজ্য সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে বিশ্ব বাংলার বিভিন্ন উপহার দেওয়া হবে। এছাড়া শেখ হাসিনার জন্য উপহার হিসাবে থাকবে ডিজাইনার শাড়ি ও শাল। ইডেনে ভারত-বাংলাদেশ টেস্ট স্মরণীয় করে রাখতে নাছোড়বান্দা সিএবির কর্তারা এবং স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়।

6/6

হাসিনার জন্য ৫০ পদ

হাসিনার জন্য ৫০ পদ

লিয়েন্ডার পেজ, সানিয়া মির্জা, বিশ্বনাথন আনন্দসহ একাধিক তারকা ক্রীড়াব্যক্তিত্বদের ইডেন টেস্টে অতিথি হিসাবে থাকার কথা। বিসিসিআই-এর তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেো আমন্ত্রণ জানানো হবে বলে জানা গিয়েছে।