Lightning Death: বজ্রাঘাতে বিভীষিকাময় পরিণতি, রাজ্যে একদিনে মৃত ৩৮!

Lightning Death:  নাগাড়ে বৃষ্টির কারণে  ভয়াবহ বন্যার কবলে উত্তরপ্রদেশ।

Jul 11, 2024, 17:43 PM IST
1/5

বজ্রাঘাতে মৃত্যু!

Lightning Death

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারী বৃষ্টিতে অব্যাহত দুর্যোগ। মাত্র একদিনের বজ্রঘাতে মৃত ৩৮। মৃতদের মধ্যে ৩ শিশুও। 

2/5

বজ্রাঘাতে মৃত্যু!

Lightning Death

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে যোগীরাজ্য উত্তরপ্রদেশে। সর্বাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে প্রতাপগড়ে।

3/5

বজ্রাঘাতে মৃত্যু!

Lightning Death

বাজ পড়ে প্রতাপগড়ে ১১, সুলতানপুরে ৭, চান্দৌলিতে ৬, মেইনপুরীতে৫, প্রয়াগরাজে ৪ জন ও দেওরিয়া, হাথরস, বারাণসী, সিদ্ধার্থনগর, অওরাইয়াতে একজন করে প্রাণ হারিয়েছেন। 

4/5

বজ্রাঘাতে মৃত্যু!

Lightning Death

জানা গিয়েছে, মৃতদের মধ্য়ে অনেকেই ঝড়বৃষ্টির সময় ক্ষেতে কাজ করছিল। কেউ মাছ ধরছিল। শিশুরা গাছ থেকে ফল পাড়তে গিয়েছিল। 

5/5

বজ্রাঘাতে মৃত্যু!

Lightning Death

প্রসঙ্গত, নাগাড়ে বৃষ্টির কারণে  ভয়াবহ বন্যার কবলে উত্তরপ্রদেশ। জলমগ্ন ৬৩৩টি গ্রাম। প্রতিদিনই ঘটছে প্রাণহানি।