Eyeball Planet: বিশাল আগুনের গোলার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে একটি নীল চোখ! মহাকাশে কী ওটা?
Eyeball Planet Ocean Surrounded By Ice: বছরখানেক আগে সৌরজগতের বাইরে অদ্ভূত অত্যাশ্চর্য এক গ্রহের সন্ধান দিয়েছিল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। গ্রহটি মানুষের বাসযোগ্য বলে প্রাথমিক ভাবে মনে হয়নি বিজ্ঞানীদের! তবে, এখন তাঁরা মত সম্পূর্ণ বদলাচ্ছেন। কী বলছেন তাঁরা?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মানুষের আইবল বা অক্ষিগোলকের যেমন অধিকাংশটাই সাদা, মাঝে গোল নীল-কালো-বাদামী বা অন্য রঙের মণি থাকে, তেমনই এর চারপাশটা বরফসাদা এবং তার মধ্যে বৃত্তাকৃতি এক সাগর-- মহাসাগরই বটে! এক গ্রহের বর্ণনা এটি। সৌরজগতের বাইরে এমনই অদ্ভূত অত্যাশ্চর্য এক গ্রহের সন্ধান পেল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। সব চেয়ে বড় কথা, গ্রহটি মানুষের বাসযোগ্য বলেই প্রাথমিক মত বিজ্ঞানীদের!
1/7
'এলএইচএস-১১১৪০ বি'
না আদ্যন্ত নতুন কোনও খবর নয়। ২০১৭ সালেই গ্রহটির খোঁজ পেয়েছিল জেমস ওয়েব। নাম দেওয়া হয়েছিল, 'এলএইচএস-১১১৪০ বি' (LHS 1140 b)। প্রাথমিকভাবে গ্রহটিকে মোটেই বাসযোগ্য বলে মনে করেননি বিজ্ঞানীরা। এই গ্রহে জল থাকলেও মিথেন এবং ঘন অ্যামোনিয়াও ছিল। এজন্য গ্রহটিকে আমাদের সৌরজগতের নেপচুনের মতো বলে মনে করেছিলেন বিজ্ঞানীরা।
2/7
প্রাণের অস্তিত্ব?
photos
TRENDING NOW
3/7
তরলে শীর্ষে
4/7
৫০ আলোকবর্ষ দূরে
5/7
স্থিরদৃষ্টি চোখ
6/7
মহাসাগরপ্লাবিত
7/7
বাসযোগ্য
photos