১০. ক্রিস গেইল: ক্রিস গেইলের টুইটারে ভক্তের সংখ্যা ৪৩ লক্ষ। ইনস্টাগ্রামে সেই সংখ্যাটা ২৮ লক্ষ। আর ফেসবুকে তাঁর ভক্ত ৭৮ লক্ষ।
2/10
৯. শিখর ধাওয়ান: তালিকার নয় নম্বরে শিখর ধাওয়ান। টুইটারে তাঁর ভক্ত সংখ্যা ৪১ লক্ষ। ইনস্টাগ্রামে ফলোয়ার ২৮ লক্ষ আর ফেসবুকে ভক্ত সংখ্যা ৭৮ লক্ষ।
photos
TRENDING NOW
3/10
৮. এবি ডিভিলিয়ার্স: বিশ্বের প্রথম দশ জনপ্রিয় ক্রিকেটারের তালিকায় দুই বিদেশির প্রথমজন দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার ৮৫ লক্ষ। টুইটারে এবিডি-র ভক্তের সংখ্যা ৬৭ লক্ষ আর ফেসুবকে তাঁ ভক্তসংখ্যা ৩৬ লক্ষ।
4/10
৭. হরভজন সিং: টার্বুনেটর ভাজ্জির টুইটারে ফ্যান ফলোয়ার এক কোটি এক লক্ষ। ফেসবুকে ভক্তসংখ্যা ৬৬ লক্ষ আর ইনস্টাগ্রামে সেই সংখ্যাটা ৩৬ লক্ষ।
5/10
৬. যুবরাজ সিং: সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া যুবরাজ সিংয়ের ফেসবুকে ফলোয়ার এক কোটি ৪০ লক্ষ। ইনস্টাগ্রামে যুবির ভক্তসংখ্যা ৭৫ লক্ষ। আর টুইটারে ফলোয়ার ৪৭ লক্ষ।
6/10
৫. সুরেশ রায়না: বিশ্বের প্রথম দশ জনপ্রিয় ক্রিকেটারের তালিকায় পাঁচ নম্বরে সুরেশ রায়না। টুইটারে তাঁর উপচে পড়েছে ভক্ত সংখ্যা। এক কোটি ৬৭ লক্ষ ফলোয়ার টুইটারে। ইনস্টাগ্রামে ভক্তসংখ্যা ৯০ লক্ষ আর ফেসবুকে ৩১ লক্ষ ভক্ত রয়েছে রায়নার।
7/10
৪. রোহিত শর্মা: হিটম্যানের টুইটার ফলোয়ার এক কোটি ৪৭ লক্ষ। ফেসবুকে রোহিতের ফলোয়ার এক কোটি ১০ লক্ষ। আর ইনস্টাগ্রামে তাঁর ভক্ত সংখ্যা এক কোটি ৫ লক্ষ।
8/10
৩. মহেন্দ্র সিং ধোনি: টুইটারে মাহির ভক্তের সংখ্যা ৭৭ লক্ষ। ইনস্টাগ্রামে সেই সংখ্যা ১ কোটি ৫৫ লক্ষ। আর ফেসবুকে এমএসডি-র ভক্তের সংখ্যা ২ কোটি ৪ লক্ষ।
9/10
২. সচিন তেন্ডুলকর: বিশ্বের প্রথম দশ জনপ্রিয় ক্রিকেটারের তালিকায় দুই নম্বরে সচিন তেন্ডুলকর। টুইটারে মাস্টার ব্লাস্টারের ফলোয়ার ৩ কোটির ওপরে। ফেসবুকে সেই সংখ্যা ২কোটি ৮০ লক্ষ। আর ইনস্টাগ্রামে সচিনের ফলোয়ার এক কোটি ৬৫ লক্ষ।
10/10
১. বিরাট কোহলি: সোশ্যাল মিডিয়াতেও 'কিং' কোহলি। টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম মিলিয়ে কোহলির ফলোয়ার ১০ কোটি ছাড়িয়ে গিয়েছে। ইনস্টাগ্রামে বিরাটের ফলোয়ার ৩ কোটি ৯২ লক্ষ। ইনস্টাগ্রামে ৩৭ লক্ষ আর ফেসবুকে ৩১ লক্ষ ভক্ত ছড়িয়ে রয়েছে নেটদুনিয়ায়।