ফের কর্নাটকের কুর্সিতে ইয়েদুরাপ্পা, আজ সন্ধে ৬টায় শপথ

সকাল দশটা নাগাদ সরকার গড়ার দাবি নিয়ে রাজ্যপাল বাজুভাই বালার সঙ্গে সাক্ষাত করেন ইয়েদুারাপ্পা। রাজ্যপাল দাবি মেনে নেন

Updated By: Jul 26, 2019, 12:19 PM IST
ফের কর্নাটকের কুর্সিতে ইয়েদুরাপ্পা, আজ সন্ধে ৬টায় শপথ

নিজস্ব প্রতিবেদন: লোকসভা নির্বাচনের ফল প্রকাশের এক মাসের মধ্যেই পড়ে যাবে কুমারস্বামী সরকার। রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি। এমনটাই হুমকি দিয়েছিলেন বি এস ইয়েদুরাপ্পা। আর সেটাই সত্যি হল। আ্থা ভোটে ধরাশায়ী হলেন কুমারস্বামী। শুক্রবার সন্ধে ৬টায় কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন ইয়েদুরাপ্পা।

আরও পড়ুন-ভিডিয়ো: অযোধ্যার বামনি ফলসে হড়পা বান, জীবন ঝুঁকি নিয়ে পড়ুয়াদের উদ্ধার পুলিসের

এদিন সকাল দশটা নাগাদ সরকার গড়ার দাবি নিয়ে রাজ্যপাল বাজুভাই বালার সঙ্গে সাক্ষাত করেন ইয়েদুারাপ্পা। রাজ্যপাল দাবি মেনে নেন। তারপরেই রাজভবন থেকে বেরিয়ে এসে ইয়েদুরাপ্পা বলেন, রাজ্যপালের সঙ্গে সাক্ষাত হয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে আজ সন্ধে ৬টা শপথ নেব।

আরও পড়ুন-২৮ জুলাই রেলের দক্ষিণ-পূর্ব শাখায় বাতিল ৩০টি লোকাল ট্রেন!

বহু টানাপোড়েনের পর মঙ্গলবার কর্নাটক বিধানসভায় আস্থা ভোটে হেরে যান মুখ্যমন্ত্রী কুমারস্বামী। ফলে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। রাজ্যে কংগ্রেস-জেডিএস জোটের ১৬ সদস্য সরে যাওয়াতেই ভেঙে পড়ে ইয়েদুরাপ্পা সরকার।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হিসেবে কখনওই গোটা সময় থাকতে পারেননি ৭৬ বছরের এই প্রবীণ নেতা। এর আগের বার মুখ্যমন্ত্রীর গদিতে ছিলেন মাত্র ৪৮ ঘণ্টা। মুখ্যমন্ত্রী হয়েও আস্থা ভোটের আগেই পদত্যাগ করেন ইয়েদুরাপ্পা।

.