রূপান্তরকামী হিসেবে প্রথম চাকরি পেলেন ইয়াশিনি
ভারতের প্রথম রূপান্তকামী সাব ইন্সপেক্টার হলেন চেন্নাইয়ের কে প্রিথিকা ইয়াশিনি।
ওয়েব ডেস্ক: ভারতের প্রথম রূপান্তকামী সাব ইন্সপেক্টার হলেন চেন্নাইয়ের কে প্রিথিকা ইয়াশিনি।
মাদ্রাস হাইওকোর্টের একটি যুগান্তকারী সিদ্ধান্ত অনুযায়ী, তালিমনাড়ু ইউনিফর্মড সার্ভিসেস রিক্রুটমেন্ট বোর্ড ইয়াশিনিকে প্রথম রূপান্তকামী সাব ইন্সপেক্টর পদে ভূষিত করে।
প্রধান বিচারপতি সঞ্জয় কিশন কল এবং বিচারপতি পুষ্পা সত্যনারায়ণ বেঞ্চ টিএনইউএসআরবি-র ফর্মে ট্রান্সজেন্ডারদের তৃতীয় শ্রেণীভুক্ত করার কথা বলেছিলেন।
কিন্তু ট্রান্সজেন্ডার হওয়ার কারণে ইয়াশিনির চাকরির আবেদক খারিজ করে দেওয়া হয়। এরপরেই হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।
২০১৪ সালে সুপ্রিম কোর্টের এক যুগান্তকারী সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যে এবং কেন্দ্রে রূপান্তরকামীদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলে হয়েছিল। শিক্ষাক্ষেত্রে এবং চাকরির বাজারে তাদের জন্য কিছু পদ সংরক্ষিত করার কথা বলে হয়েছিল।
সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সেপ্টেম্বরে ইয়াশিনিকে মৌখিক পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়।
বেঞ্চের তরফ থেকে জানানো হয়, নিজের বাড়ির লোক সহ আশেপাশের কারোর সমর্থন পান না রূপান্তরকামীরা। তাই নিজের লড়াই চালাতে অনেক রকম সমস্যার সম্মুখীন হন তাঁরা।
ইয়াশিনিকে পুরুষ শ্রেণীভুক্ত করা হয়েছিল। কিন্তু পরে জানতে পারা যায় তিনি মহিলা। এছাড়াও তিনিই হলেন প্রথম যিনি রূপান্তরকামী হিসেবে চাকরী পেলেন।