'ভগবান রামের জন্ম পাকিস্তানে, অযোধ্যায় নয়'

অযোধ্যা নয়, শ্রীরামের জন্ম হয়েছিল পাকিস্তানে এমনই দাবি করলেন আবদুল রহিম কুরেশি। অল ইন্ডিয়া মুসলিম পারসনাল ল বোর্ডের সদস্য আবদুল রহিম তাঁর লেখা "ফ্যাক্টস অফ অযোধ্যা ইপিসোড" বইয়ে দাবি করেছেন, শ্রীরামের জন্ম ইসমাইল খান জেলায়, সেটি পাকিস্তানে অবস্থিত।

Updated By: Nov 6, 2015, 01:34 PM IST
'ভগবান রামের জন্ম পাকিস্তানে, অযোধ্যায় নয়'

ওয়েব ডেস্ক: অযোধ্যা নয়, শ্রীরামের জন্ম হয়েছিল পাকিস্তানে এমনই দাবি করলেন আবদুল রহিম কুরেশি। অল ইন্ডিয়া মুসলিম পারসনাল ল বোর্ডের সদস্য আবদুল রহিম তাঁর লেখা "ফ্যাক্টস অফ অযোধ্যা ইপিসোড" বইয়ে দাবি করেছেন, শ্রীরামের জন্ম ইসমাইল খান জেলায়, সেটি পাকিস্তানে অবস্থিত।

রামের জন্মস্থান নিয়ে বেদ বা পুরানে তথ্য থাকলেও তাঁর দাবি রামের পূর্বপুরুষ থাকতেন সিন্ধু অঞ্চলে। রামের পিতা রাজা দশরথ পঞ্জাব, হরিয়ানা পর্যন্ত সম্রাজ্য বিস্তৃত করে। তাঁর মতে পাকিস্তান ও পূর্ব আফগানিস্তান পর্যন্ত দশরথের সম্রাজ্য ছিল। আরকিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া'র প্রাক্তন অফিসার জাসু রামও এই তথ্য বিশ্বাস করেন বলে দাবি করেছেন কুরেশি। তিনি মনে করেন, পাকিস্তানের দেরা ইসমাইল খান জেলায় রহমন ধেরি হল সেদিনের রাম ধেরি।

ভিডিও দেখুন কী বলছেন আবদুল রহিম কুরেশি?

.