IAS অ্যাকাডেমিতে ভুয়ো পরিচয়ের ট্রেনি অফিসার গ্রেফতার

ট্রেনি অফিসারের ভুয়ো পরিচয়ে, IAS অ্যাকাডেমিতে থাকার অভিযোগে গ্রেফতার করা হল রুবি চৌধুরীকে। যদিও তাঁর অভিযোগ, পুলিস একতরফাভাবে অ্যাকাডেমির কথা শুনছে। মুসৌরির লাল বাহাদুর শাস্ত্রী অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাডেমির ডেপুটি ডিরেক্টর সৌরভ জৈনকে আড়াল করারও অভিযোগ করেছেন তিনি। ডেপুটি ডিরেক্টর সহ অ্যাকাডেমির উচ্চপদস্থ কর্তারা টাকা নিয়ে, তাঁকে  ভুয়ো পরিচয়ে থাকতে সাহায্য করেন বলে অভিযোগ রুবির। তাঁরাই তাঁকে হস্টেলে থাকার ভুয়ো পরিচয়পত্র বানিয়ে দেন বলেও অভিযোগ। পুলিস তাঁর অভিযোগে কোনও আমল দিচ্ছে না বলে দাবি ওই মহিলার। ব্যবস্থা না নেওয়া হলে আত্মহত্যারও হুমকি দিয়েছেন রুবি চৌধুরী। ডেপুটি ডিরেক্টর অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।

Updated By: Apr 4, 2015, 11:40 AM IST
 IAS অ্যাকাডেমিতে ভুয়ো পরিচয়ের ট্রেনি অফিসার গ্রেফতার

ওয়েব ডেস্ক:ট্রেনি অফিসারের ভুয়ো পরিচয়ে, IAS অ্যাকাডেমিতে থাকার অভিযোগে গ্রেফতার করা হল রুবি চৌধুরীকে। যদিও তাঁর অভিযোগ, পুলিস একতরফাভাবে অ্যাকাডেমির কথা শুনছে। মুসৌরির লাল বাহাদুর শাস্ত্রী অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাডেমির ডেপুটি ডিরেক্টর সৌরভ জৈনকে আড়াল করারও অভিযোগ করেছেন তিনি। ডেপুটি ডিরেক্টর সহ অ্যাকাডেমির উচ্চপদস্থ কর্তারা টাকা নিয়ে, তাঁকে  ভুয়ো পরিচয়ে থাকতে সাহায্য করেন বলে অভিযোগ রুবির। তাঁরাই তাঁকে হস্টেলে থাকার ভুয়ো পরিচয়পত্র বানিয়ে দেন বলেও অভিযোগ। পুলিস তাঁর অভিযোগে কোনও আমল দিচ্ছে না বলে দাবি ওই মহিলার। ব্যবস্থা না নেওয়া হলে আত্মহত্যারও হুমকি দিয়েছেন রুবি চৌধুরী। ডেপুটি ডিরেক্টর অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।

.