ফ্যাব ইন্ডিয়া স্পাই ক্যাম কন্ট্রো:গ্রেফতার ৪, সিল করে দেওয়া হয়েছে স্টোর
ট্রায়াল রুমে সিসিটিভিকাণ্ডে, গোয়ার ফ্যাব ইন্ডিয়া শো রুমের ৪ জন কর্মীকে গ্রেফতার করল পুলিস। আজ জিজ্ঞাসাবাদ করা হবে উচ্চপদস্থ কর্তাদেরও। ইতিমধ্যে সিল করে দেওয়া হয়েছে স্টোরটি। গোয়ায় ছুটি কাটাতে গিয়ে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি ঢুকেছিলেন ফ্যাব ইন্ডিয়ার ওই স্টোরে। কিছু পোশাক নিয়ে চেঞ্জিং রুমে যাওয়ার সময় তাঁর নজরে আসে ওই ক্যামেরা। ইতিমধ্যে ঘটনার তদন্তভার দিয়ে দেওয়া হয়েছে গোয়া পুলিসের ক্রাইম ব্রাঞ্চকে। উত্তর গোয়া পুলিসের পক্ষ থেকেও বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। তাঁরা গোয়ার অন্যান্য স্টোরগুলিতেও তদন্ত করে দেখবেন, সেখানে এধরনের ঘটনা ঘটছে কিনা।
ওয়েব ডেস্ক: ট্রায়াল রুমে সিসিটিভিকাণ্ডে, গোয়ার ফ্যাব ইন্ডিয়া শো রুমের ৪ জন কর্মীকে গ্রেফতার করল পুলিস। আজ জিজ্ঞাসাবাদ করা হবে উচ্চপদস্থ কর্তাদেরও। ইতিমধ্যে সিল করে দেওয়া হয়েছে স্টোরটি। গোয়ায় ছুটি কাটাতে গিয়ে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি ঢুকেছিলেন ফ্যাব ইন্ডিয়ার ওই স্টোরে। কিছু পোশাক নিয়ে চেঞ্জিং রুমে যাওয়ার সময় তাঁর নজরে আসে ওই ক্যামেরা। ইতিমধ্যে ঘটনার তদন্তভার দিয়ে দেওয়া হয়েছে গোয়া পুলিসের ক্রাইম ব্রাঞ্চকে। উত্তর গোয়া পুলিসের পক্ষ থেকেও বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। তাঁরা গোয়ার অন্যান্য স্টোরগুলিতেও তদন্ত করে দেখবেন, সেখানে এধরনের ঘটনা ঘটছে কিনা।