বন্ধু পাতানোয় 'অপরাধ'! জুতোর মালা পরিয়ে, মাথা ন্যাড়া করিয়ে ঘোরানো হল এক পুরুষ ও মহিলাকে

ফের বিতর্কে যোগীর রাজ্য। শিউরে ওঠার মতো ঘটনা ঘটল উত্তর প্রদেশে।

Edited By: সোমনাথ মিত্র | Updated By: Aug 27, 2020, 05:55 PM IST
বন্ধু পাতানোয় 'অপরাধ'! জুতোর মালা পরিয়ে, মাথা ন্যাড়া করিয়ে ঘোরানো হল এক পুরুষ ও মহিলাকে

নিজস্ব প্রতিবেদন: ফের বিতর্কে যোগীর রাজ্য। শিউরে ওঠার মতো ঘটনা ঘটল উত্তর প্রদেশে। মুখে কালি, গলায় জুতোর মালা এবং মাথা মুন্ডন করে এক বিকলাঙ্গ পুরুষ ও এক মহিলাকে রাস্তায় ঘোরালো গ্রামবাসীরা। তাঁদের 'অপরাধ' বন্ধুত্ব পাতিয়েছিলেন তাঁরা। বুধবার এমনই নৃশংস ঘটনার সাক্ষী থাকল যোগী রাজ্যের কনৌজ।

পুলিস জানিয়েছে, ৩৭ বছরের ওই মহিলার স্বামী মাস দুয়েক আগে মারা যান। তারপর থেকেই ওই মহিলাকে সাধ্যমতো সাহায্য করতেন ওই ব্যক্তি। বিশেষভাবে সক্ষম হওয়া সত্ত্বেও অসহায় মহিলার পাশে দাঁড়িয়েছিলেন তিনি। এখানেই বাধে বিপত্তি। ওই মহিলার সঙ্গে এমন বন্ধুত্ব মেনে নেননি মহিলার আত্মীয়রা। তারপরই 'শাস্তি' হিসাবে রাস্তায় জুতোর মালা পরিয়ে দুজনকে হাঁটায় আত্মীয়রা। আর তা প্রতিবাদের পরিবর্তে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন গ্রামবাসীরা। কেউ কেউ ভিডিয়ো তুলতেও ব্যস্ত ছিলেন।

ইতিমধ্যেই মহিলার দুই অভিযুক্ত আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিস।  ২ জন গ্রেফতার হলেও এফআইআরে নাম রয়েছে আরও ৬ জনের।

আরও পড়ুন: ১৯৬২ -এর পরে 'সবচেয়ে গুরুতর' লাদাখ পরিস্থিতি, মেনে নিলেন জয়শঙ্কর!

.