ধর্ষণে অভিযুক্ত বিজেপি বিধায়ক, যোগীর বাড়ির বাইরে আত্মহত্যার চেষ্টা নির্যাতিতার

বিজেপি বিধায়কের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ নির্যাতিতার। 

Updated By: Apr 8, 2018, 06:24 PM IST
ধর্ষণে অভিযুক্ত বিজেপি বিধায়ক, যোগীর বাড়ির বাইরে আত্মহত্যার চেষ্টা নির্যাতিতার

নিজস্ব প্রতিবেদন: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে আত্মহত্যার চেষ্টা করলেন এক মহিলা ও তাঁর পরিবার। মহিলার অভিযোগ, বিজেপি বিধায়ক ও তাঁর সঙ্গীরা গণধর্ষণ করেছে তাঁকে। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। 

নির্যাতিতার অভিযোগ, বিচারের আশায় গত একবছর ধরে  দোরে দোরে ঘুরছেন তিনি। বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেনগার ও তাঁর সঙ্গীরা গণধর্ষণ করলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এফআইআর করার পর তাঁকে হুমকি দেওয়া হয়েছে। এমনকি ইতিবাচক পদক্ষেপ করেননি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর দাবি, অপরাধীদের গ্রেফতার না করা হলে তিনি আত্মহত্যা করবেন। তাঁর আরও অভিযোগ, এফআইআর করার পর তাঁর পরিবারকে হুমকি দেওয়া হয়েছে।   

লখনৌয়ের এডিজি রাজীব কৃষ্ণন বলেন, কুলদীপ সিং সেনহারের বিরুদ্ধে অভিযোগ করেছেন ওই মহিলা। তদন্তের পরে জানা গিয়েছে, ১০-১২ বছর ধরে ওই মহিলার সঙ্গে পারিবারিক রাজীবের বিবাদ চলছিল। লখনৌয়ে মামলাটি পাঠানো হয়েছে। আরও তদন্তের পরই সত্য উদঘাটন সম্ভব। 

আরও পড়ুন- পিএনবি-কাণ্ডে নীরব, মেহুলের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি সিবিআই আদালতের

.