পিএনবি-কাণ্ডে নীরব, মেহুলের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি সিবিআই আদালতের

পিএনবিকাণ্ডে জামিন অযোগ্য পরোয়ানা নীরব মোদী ও মেহুল চোকসির বিরুদ্ধে। 

Updated By: Apr 8, 2018, 05:46 PM IST
পিএনবি-কাণ্ডে নীরব, মেহুলের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি সিবিআই আদালতের

নিজস্ব প্রতিবেদন: পিএনবি-কাণ্ডে নীরব মোদী ও তাঁর মামা মেহুল চোকসির বিরুদ্ধে জামিন অযোধ্য পরোয়ানা জারি করল সিবিআই আদালত। এদিন পিএনবি ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেকটর সুনীল মেহতা জানিয়েছেন, বিপদ যা হওয়ার হয়ে গিয়েছে। ৬ মাসের মধ্যেই সব ঠিক হয়ে যাবে।

পিএনবি ব্যাঙ্কের ১৩ হাজার কোটি টাকা ঋণখেলাপ করে বিদেশে পালিয়েছেন নীরব মোদী ও তাঁর মামা মেহুল চোকসি। সুনীল মেহতার দাবি, সরকারের থেকে সহযোগিতা পেয়েছে ব্যাঙ্ক। সবকিছুই এখন নিয়ন্ত্রণে রয়েছে। ৬ মাসের মধ্যেই সমাধান হয়ে যাবে বলে আশা করছেন তিনি।             

গত ফেব্রুয়ারিতে পিএনবি-র মুম্বই শাখা থেকে এলাহাবাদ ও অ্যাক্সিস ব্যাঙ্কের  হংকং শাখায় একটি 'লেটার অব আন্ডারটেকিং' পাঠানো হয়। ওই ভুয়ো নথির মাধ্যমে ২৮০.৭ কোটি টাকার প্রতারণা করেন স্বর্ণ ব্যবসায়ী নীরব মোদী।        

আরও পড়ুন- আইপিএল বন্ধের দাবি, রাজ্যের স্বার্থে একমঞ্চে তামিল তারকারা

পলাতক নীরব মোদী ও মেহুল চোকসির বিরুদ্ধে অর্থ তছরূপের ধারায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুর্নীতিকাণ্ডের তদন্তে আরবিআইয়ের প্রাক্তন ডেপুটি গভর্নর এইচআর খানকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। আরবিআইয়ের আরও কয়েকজন আধিকারিককে জেরা করেছেন তদন্তকারীরা। 

.