শীত নেই, নেই উপার্জন

শীত আসা না-আসার ওপর নির্ভর করে তাঁদের উপার্জন। শীতকালে কাশ্মীরী শীত বস্ত্রের সম্ভার নিয়ে আসেন অফুরন্ত। কিন্তু প্রতিবারের চাহিদা এবারে একেবারেই নেই। সদাহাস্যময় শীতপসরার এই পরিযায়ীদের মুখে হাসিও নেই এখন।

Updated By: Dec 10, 2015, 10:03 PM IST
শীত নেই, নেই উপার্জন

ওয়েব ডেস্ক: শীত আসা না-আসার ওপর নির্ভর করে তাঁদের উপার্জন। শীতকালে কাশ্মীরী শীত বস্ত্রের সম্ভার নিয়ে আসেন অফুরন্ত। কিন্তু প্রতিবারের চাহিদা এবারে একেবারেই নেই। সদাহাস্যময় শীতপসরার এই পরিযায়ীদের মুখে হাসিও নেই এখন।

গত তিনদশক ধরে শীতের সময় উষ্ণতা নিয়ে আসছেন এঁরা। সুদূর কাশ্মীর থেকে। শাল কম্বল গরম পোশাকের পসরা নিয়ে পাড়ায় পাড়ায় পৌছে দেন। কিন্তু এবারের মতো কোনওবার হয়নি বলছেন তাঁরা। পোশাকের পসরা আছে কিন্তু বিক্রি নেই। কারণ নেই শীত। ডিসেম্বরের এই সময় নাগাদ ৭৫ শতাংশ বিক্রি হয়ে যায়, অথচ এবার ২৫ শতাংশই হয়নি বলছেন রিহানরা।

বাড়িভাড়া, রিক্সা ভাড়া, মহাজন, ট্রান্সপোর্ট অফিসের খরচ সব সামলাতে হচ্ছে আগের মতোই। অথচ বিক্রি হবে কবে সেদিকেই তাকিয়ে রয়েছেন শীতপসরার পরিযায়ীরা।

.