মোদীর মন জিতে মনোজই সম্ভাব্য মুখ্যমন্ত্রী, ইউপিতে চিফ মিনিস্টারের দৌড়ে নেই মৌর্য
মোদী-অমিত শাহের প্রিয়পাত্র কেন্দ্রীয় মন্ত্রী মনোজ সিনহাই সম্ভবত মুখ্যমন্ত্রী হয়ে লখনউয়ের মসনদে বসতে চলেছেন, বিজেপি সূত্রে খবর এমনটাই! প্রাথমিক ভাবে মনোজ সিনহার নামের ওপর সিলমোহর বসিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব, তবে শনিবার সমস্ত বিজেপি বিধায়কদের বৈঠকের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেই ইঙ্গিত রাজ্য বিজেপির। ওই বৈঠকে উপস্থিত থাকবেন বিজেপির শীর্ষ নেতা বেঙ্কাইয়া নায়ডু। ('স্বচ্ছ তদন্ত শুরু হল, এবার বিচার পাব', নারদকাণ্ডে আদালতের রায়ে প্রতিক্রিয়া ম্যাথু স্যামুয়েলসের)
ওয়েব ডেস্ক: মোদী-অমিত শাহের প্রিয়পাত্র কেন্দ্রীয় মন্ত্রী মনোজ সিনহাই সম্ভবত মুখ্যমন্ত্রী হয়ে লখনউয়ের মসনদে বসতে চলেছেন, বিজেপি সূত্রে খবর এমনটাই! প্রাথমিক ভাবে মনোজ সিনহার নামের ওপর সিলমোহর বসিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব, তবে শনিবার সমস্ত বিজেপি বিধায়কদের বৈঠকের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেই ইঙ্গিত রাজ্য বিজেপির। ওই বৈঠকে উপস্থিত থাকবেন বিজেপির শীর্ষ নেতা বেঙ্কাইয়া নায়ডু। ('স্বচ্ছ তদন্ত শুরু হল, এবার বিচার পাব', নারদকাণ্ডে আদালতের রায়ে প্রতিক্রিয়া ম্যাথু স্যামুয়েলসের)
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এর আগে বারবারই উঠে এসেছে রাজ্য বিজেপির দায়িত্বে থাকা নেতা কেশব প্রসাদ মৌর্যের নাম। তবে মুখ্যমন্ত্রী পদে মৌর্যের লড়াই যে শেষ, তা নিশ্চিত করে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি খোদ অমিত শাহ। "উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচনের দায়িত্ব দিয়েছি কেশবকেই", বিজেপি সভাপতি অমিত শাহের এই মন্তব্যই মৌর্যের মুখ্যমন্ত্রী হওয়ার জল্পনায় জল ঢেলেছে মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। (ভিডিও বিকৃত নয়, নারদকাণ্ডে সিবিআই তদন্তের রায় কলকাতা হাইকোর্টের)
উত্তরপ্রদেশে বিজেপির বিজয় কেতন উড়িয়ে দেওয়ার পিছনে অন্যতম প্রধান কাণ্ডারি মৌর্যের মুখ্যমন্ত্রী হওয়ার জল্পনা শেষ হতে না হতেই ওই পদের জন্য নাম ওঠে আরও অনেকের। উগ্র হিন্দুত্ববাদী বিজেপি নেতা যোগী আদিত্যনাথের নামও মুখ্যমন্ত্রী পদের জন্য অনেকের মুখেই ঘোরা-ফেরা করছিল। অনেক রাজনৈতিক বিশ্লেষকরা আবার সংঘ ঘেঁষা বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংকেই ইউপির মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছিলেন। তবে এই হেভিওয়েট দুই নেতৃত্বকে পিছনে ফেলে দৌড়ে এগিয়ে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ইঞ্জিয়ার ছাত্র তথা জনসংযোগ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মনোজ সিনহা। তিনি আবার রেল প্রতিমন্ত্রীও। কেন্দ্রীয় মন্ত্রিসভায় মনোজ সিনহা সবার খুব পছন্দের তো বটেই, নিজের কাজেও মোদীর মার্কশিটে ১০০/১০০ পেয়েছেন। বিশ্বস্ত সৈনিক মনোজ সিনহার হাতে গো-বলেয়র শাসন ক্ষমতা তুলে দিয়ে আদতে নিজের কাছেই 'ভারতীয় রাজনীতির' ব্যাটন রাখতে চাইছেন মোদী, এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের।
কে এই মনোজ সিনহা?
বিজেপির তিনবারের সাংসদ। গাজীপুর লোকসভা কেন্দ্র থেকে তিন তিন বার বিজেপির টিকিটে জিতেছেন মনোজ সিনহা।
বর্তমানে কনিষ্ঠতম রেল প্রতিমন্ত্রী হিসেবে ৫৭ বছর বয়সী মনোজ সিনহার ওপরই উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলের দায়িত্ব দিয়েছে বিজেপি।
জাতে 'উচ্চ' (ভূমিহার) হলেও অতীব সাধারণ জীবন যাপনে অভ্যস্থ বিজেপির এই কেন্দ্রীয় মন্ত্রী।
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক, পরে আইআইটি ফেরত। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ছাত্র সংসদের সভাপতিও ছিলেন মনোজ সিনহা।