চল্লিশ ফুট গভীর পাতকুয়ো থেকে উদ্ধার ৭ বছরের সুনিতা, একই ভাবে পাতকুয়োয় পড়ে মৃত পাটনার ববিতা
Updated By: Jun 28, 2015, 09:28 PM IST
ওয়েব ডেস্ক: সকালে গভীর পাতকুয়োয় পড়ে গিয়েছিল ছোট্ট ববিতা। বিকেলেই উদ্ধার হল। পাটনার মিত্র মণ্ডল কলোনির ঘটনা। অচেতন অবস্থায় উদ্ধার করা হয় পাঁচ বছরের শিশুটিকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকেরা তাকে মৃত ঘোষণা করে।
অন্যদিকে রাজস্থানের সিকারেও ঠিক এমনই ঘটনা ঘটেছে। শনিবার চল্লিশ ফুট গভীর পাতকুয়োয় পড়ে যায় সাত বছরের সুনিতা। শনিবার রাত থেকে উদ্ধারকাজ শুরু করে এনডিআরএফ। পাতকুয়োর কাছেই তিরিশ ফুটের একটি গর্ত খোঁড়ে উদ্ধারকারীরা। আজ তাকে উদ্ধার করা হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে প্রিন্সকে। ছোট্ট প্রিন্সও খেলতে খেলতে গর্তে পড়ে গিয়েছিল। তারপর গর্তের পাস থেকে সুরং খুড়ে উদ্ধার করা হয়েছিল তাঁকে।
Tags: