বিজেপিতে যোগ দিচ্ছেন অমর সিং? জল্পনা উসকে দিলেন বহিষ্কৃত সপা নেতা

Updated By: Sep 17, 2017, 07:28 PM IST
বিজেপিতে যোগ দিচ্ছেন অমর সিং? জল্পনা উসকে দিলেন বহিষ্কৃত সপা নেতা

ওয়েব ডেস্ক: বিজেপিতে ‌যোগ দেওয়ার জল্পনা তৈরি করে দিলেন বহিষ্কৃত সমাজবাদী পার্টি নেতা অমর সিং। তবে এখনও প‌র্যন্ত বিজেপির তরফে তাঁকে দলে ‌যোগ দেওয়ার কোনও আমন্ত্রণ জানানো হয়নি।

রবিবার অমর ইন্দোরে বলেন, ''বিজেপিতে ‌যোগ দেওয়ার ব্যাপারে আমার কোনও ছুঁতমার্গ নেই। কিন্তু আমাকে এনিয়ে কোনও আমন্ত্রণ এখনও জানানো হয়নি। আমি নিজেও কোনও চেষ্টা করিনি।''

অমর সিং আরও বলেন, ''বিজেপি অনেক বড় দল। বলছি না ‌যে আমি বিজেপিতে ‌যোগ দিতে চাই না। কিন্ত কে আমাকে সেই সু‌যোগ দেবে? এর জন্য আমি কোনও আবেদনও করিনি। তবে গেরুয়া শিবিরে ‌যোগ দিলে মোদীর কোনও ভুলত্রুটি দেখলে সমালোচনা করতেও ছাড়ব না।''

এদিন তিনি শরদ ‌যাদবকেও নিশানা করেন। অমর বলেন, ''এখন শরদ দেশে সাম্প্রদায়িক পরিবেশ লক্ষ্য করছেন। কিন্তু তিনিই অটল বিহারী বাজাপেয়ী জমানায় এনডিএ-র আহ্বায়ক ছিলেন।''

আরও পড়ুন-রাজ্য পুলিসকে হুঁশিয়ারি বাবুল সুপ্রিয়র

.