তালাকের বিরোধিতা করায় রোষ? নকভির বোনকে খুনের হুমকি

Updated By: Sep 17, 2017, 06:24 PM IST
তালাকের বিরোধিতা করায় রোষ? নকভির বোনকে খুনের হুমকি

ওয়েব ডেস্ক: তালাকের বিরোধিতা করার খুনের হুমকি দেওয়া হল কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভির বোনকে।

শনিবার নকভির বোন ফারহাতকে ৩ ‌যুবক খুনের হুমকি দেয় বলে অভি‌যোগ করা হয়েছে। এদিন তিনি বেরিলির সিভিল লাইন এলাকা থেকে একটি মিটিং সেরে বাড়ি ফিরছিলেন।

ওই হুমকির পরিপ্রেক্ষিতে পুলিশে একটি অভি‌যোগ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, একটি গাড়ির ভেতর থেকে তিনজন তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একইসঙ্গে তাকে খুনের হুমকিও দেওয়া হয়। ফারহাত চিৎকার করলে দুষ্কৃতীরা পালিয়ে ‌যায়।

উল্লেখ্য, ফারহাত মেরা হক নামে একটি এনজিও চালান। এনজিওটি বিবাহবিচ্ছিন্না মহিলাদের নিয়ে কাজ করে। পাশাপাশি পরিবার পরামর্শ নামে একটি সংস্থার সঙ্গেও তিনি জড়িত। এই সংস্থাটি পারিবারিক সমস্যা সমাধানে কাজ করে। কেন ওই খুনে হুমকি তা অবশ্য এখনও স্পষ্ট নয়। তবে সম্প্রতি আদালতে তাঁকে কেউ অনুসরণ করছিল বলে অভি‌যোগ করেছেন তিনি। এক্ষেত্রে তালাক নিয়ে কাজ করায় তিনি কারও রোষে পড়ে ‌যেতে পারেন বলেও মনে করা হচ্ছে।

আরও পড়ুন- বিতর্কে থেকেও 'সিমরন'-কে বক্সঅফিসে সফল করতে পারলেন না কঙ্গনা

.