দীপাবলিতে শব্দবাজির বিরোধিতা করে ট্রোলিং-এর শিকার কোহলি

Updated By: Oct 20, 2017, 03:27 PM IST
দীপাবলিতে শব্দবাজির বিরোধিতা করে ট্রোলিং-এর শিকার কোহলি
ছবি সৌজন্য : টুইটার

নিজেস্ব প্রতিনিধি : ''দীপাবলি আলোর উত্সব। তাই এই দীপাবলিতে বাজির ব্যবহার এড়িয়ে চলুন।'' দেশবাসীকে আলোর উত্সবের শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিরাপদে দীপাবলি পালনের জন্যও টুইটার পোস্ট করেন বিরাট কোহলি। কিন্তু, সদুপদেশ দিতে গিয়ে সোশাল মিডিয়াতে তিনি যে এভাবে কথা শুনবেন তা হয়তো ভাবতেও পারেননি ভারতের ক্রিকেট অধিনায়ক।

 

টুইট করা মাত্রই উত্তর পেতে শুরু করেন কোহলি। তাঁর ভক্তকুলের অনেকেই তাঁকে প্রশ্ন করেছেন, ''দীপাবলিতে বাজির ব্যবহার বন্ধের কথা বলছেন, কিন্তু, আইপিএল-এর সময় যেভাবে শব্দবাজি ব্যবহার হয় তা নিয়ে কী বলবেন?'' যদিও, তাঁদের সেই প্রশ্নের উত্তরে ফের দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন কোহলি। সেই সঙ্গে পরিবারকে নিয়ে দীপাবলি পালনের কিছু ছবিও পোস্ট করেছেন তিনি।

 

মাসেই সুপ্রিম কোর্ট দীপাবলিতে বাজি ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে। মূলত, দূষণ রোধেই এই নিষেধাজ্ঞা বলে আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন- যুবরাজের বিরুদ্ধে মামলা দায়েরের খবর ভিত্তিহীন, জানালেন আইনজীবী

.