Viral Video: বুড়ো হাড়ে ভেলকি! হর কি পাউরি সেতু থেকে গঙ্গায় সত্তরের বৃদ্ধার ডুবকি

ভাইরাল "আম্মার ঝাঁপ"! ৭০-এর বৃদ্ধাকে কুর্নিশ নেটিজেনদের।

Updated By: Jun 29, 2022, 01:51 PM IST
Viral Video: বুড়ো হাড়ে ভেলকি! হর কি পাউরি সেতু থেকে গঙ্গায় সত্তরের বৃদ্ধার ডুবকি
ছবি সৌজন্যে: টুইটার

নিজস্ব প্রতিবেদন : বয়স শুধুই সংখ্যা মাত্র। মনের জোর, ইচ্ছে আর সাহস থাকলে, যে কোনও বয়সে যে কোনও চ্যালেঞ্জ নেওয়া যায়। তাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরিদ্বারের ৭০ বছরের বৃদ্ধা। হরিদ্বারের হর কি পাউরি সেতু থেকে গঙ্গায় 'ডুবকি' মানে ঝাঁপ দিলেন 'তরুণ' বৃদ্ধা। শুধু ঝাঁপ দেওয়া-ই নয়, সাঁতারও কাটলেন তিনি। এককথায় বুড়ো হাড়ে ভেলকি দেখালেন ওই বৃ্দ্ধা।

জনৈক অশোক বাসোয়া ভিডিওটি শেয়ার করেন সোশ্যালে। ক্যাপশনে লেখেন, "আম্মার ঝাঁপ।" তারপরই সেটি ভাইরাল। নেটিজেনরা সবাই কুর্নিশ জানাচ্ছেন ৭০-এর বৃদ্ধার সাহসকে। তাঁর নির্ভীক মানসিকতাকে। সাধারণত যখন এই বয়সের বৃদ্ধারা ঘরে বসে বিশ্রাম নেওয়াকেই শ্রেয় বলে মনে করেন, তখন হরিদ্বারের এই ভাইরাল বৃদ্ধা মেতেছেন নতুন অ্যাডেভঞ্চারে। দেখুন সেই ভিডিওটি-

আরও পড়ুন, Mukesh Ambani Resigns: পুত্র আকাশকে ব্যাটন, রিলায়েন্স জিওর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা মুকেশ আম্বানির

Wax Statue: উপহার মৃত বাবার মোম-মূর্তি, বিয়ের আসরে কেঁদে আকুল কনে! মনকেমন ভিডিও...

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.