India-Bangladesh Relation: ভারত-বাংলাদেশ ভলিবল ম্যাচ, ২-০ জিতল বাংলাদেশ

কড়া নিরাপর্ত্তার মধ্যে এই খেলার পর উভয়দেশের সীমান্তরক্ষী জওয়ানেরা জানান,দুই দেশের জওয়ানদের চেষ্টায় সীমান্তে অপরাধমূলক কাজ অনেকটাই কমেছে। সে দিকে লক্ষ রেখে দুই দেশের মধ্যে সম্পর্কের আরও উন্নতির জন্যই এই ভলিবল খেলার আযোজন করা হয়।

Updated By: Jun 29, 2022, 01:07 PM IST
India-Bangladesh Relation: ভারত-বাংলাদেশ ভলিবল ম্যাচ, ২-০ জিতল বাংলাদেশ
নিজস্ব চিত্র

বিমল বসু: ভারত এবং বাংলাদেশের মধ্যে মৈত্রীর বন্ধন মজবুত করতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে প্রীতি ভলিবল ম্যাচের আয়োজন করা হয়। এই আয়জঙ্কে ঘিরে রীতিমত উৎসবের চেহারা নিল বসিরহাটের ঘোজাডাঙার সীমান্ত।

ভারত এবং বাংলাদেশের মৈত্রীর বন্ধন মজবুত করতে সীমান্তে কর্তব্যরত ভারতের বিএসএফ এবং বাংলাদের বিজিবির মধ্যে আয়োজন করা হয় এক প্রীতি ভলিবল ম্যাচ। দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ভলিবল খেলা দেখতে বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তের মাঠে রীতিমত উপচে পড়ে ভীড়। 

এই খেলায় উপস্থিত ছিলেন বিএসএফের আইজি দক্ষিণবঙ্গ অতুল ফুলঝেলে,ডিআইজি রাজেশ কুমার,ডিআইজি জেনারেল সুরজিত সিং গুলেরিয়া। বাংলাদেশের বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার ওমর সাদি,কর্নেল মামুনুর রশিদ, বিজিবির লেফটেন্যান্ট কর্নেল আনারুল মাজাহার সহ অন্যান্য আধিকারিকরা।
 
ঘোজাডাঙার সীমান্তের মাঠে ভারত নীল-হলুদ এবং বাংলাদেশের ছেলেরা লাল-সবুজ জার্সি পরে খেলে। উপচে পড়া দর্শকের সামনে আকর্ষণীয় খেলা হয় দুই দলের মধ্যে। 

আরও পড়ুন: Maharashtra Political Crisis: গুয়াহাটি থেকে গোয়ার পথে বিদ্রোহী সেনা বিধায়করা, যোগ দেবেন বৃহস্পতিবারের ফ্লোর টেস্টে

খেলায় তিন সেটের মধ্যে দুটিতে জয়ী হয়ে ২-০ ব্যবধানে ম্যাচ জিতে নেয় বাংলাদেশের দল। বিএসএফ এবং বিজিবির পক্ষে উভয়দলের খেলোয়াড়দেরকে স্মারক দিয়ে পুরস্কৃত করা হয়। 

কড়া নিরাপর্ত্তার মধ্যে এই খেলার পর উভয়দেশের সীমান্তরক্ষী জওয়ানেরা জানান,দুই দেশের জওয়ানদের চেষ্টায় সীমান্তে অপরাধমূলক কাজ অনেকটাই কমেছে। সে দিকে লক্ষ রেখে দুই দেশের মধ্যে সম্পর্কের আরও উন্নতির জন্যই এই ভলিবল খেলার আযোজন করা হয়।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.