Viral Puzzle: বলুন তো ছবিতে কটা 3 রয়েছে? অনেকেই ভুল উত্তর দেবেন

 জানুন সঠিক উত্তরটা

Updated By: Apr 5, 2022, 09:11 PM IST
  Viral Puzzle: বলুন তো ছবিতে কটা 3 রয়েছে? অনেকেই ভুল উত্তর দেবেন

নিজস্ব প্রতিবেদন: বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বহু মজার মজার ধাঁধা ভাইরাল হয়। যার মধ্যে সম্প্রতি বেশ ভাইরাল হয়েছে একটা ছবি। যা নেটিজেনদের কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছে। 

ছবিটি শেয়ার করে প্রশ্ন করা হচ্ছে, 'ছবিতে কটা 3 (বাংলায় ৩) দেখা যাচ্ছে?' 

ছবিটি একটি মোবাইলের ডায়াল প্যাডের স্ক্রিন শট। যেখানে অনেকগুলো নম্বর লেখা রয়েছে। ওই নম্বরের মধ্য়েই বেশি সংখ্যায় 3 লেখা রয়েছে। এই স্ক্রিন শটটি দেখিয়েই নেটিজেনদের প্রশ্ন করা হচ্ছে-'ছবিটাতে কটা 3 (বাংলায় ৩) দেখতে পাওয়া যাচ্ছে?' 

জানা গিয়েছে, নেটিজেনদের অধিকাংশই ধাঁধার উত্তর দিতে পারেননি। যদি আপনার উত্তর ১৫, ১৮ কিংবা ২১ হয়, তবে তা ভুল উত্তর। আরও একবার ছবিটা দেখুন।   

ডায়ালপ্যাডে 4-এর ঘরে 'I' এর জায়গায় একটি 3 লেখা রয়েছে। তাই সঠিক উত্তরটা হল ১৯। 

আরও পড়ুন: Andhra Pradesh: ভগবানের মার! গর্ত দিয়ে ঢুকে মন্দিরে চুরি, সেই পথেই আটকা পড়ল চোর

আরও পড়ুন: Viral: আধার কার্ডে নামের জায়গায় লেখা 'মধুর পঞ্চম সন্তান', সোশ্যাল মিডিয়ায় শোরগোল

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.