Andhra Pradesh: ভগবানের মার! গর্ত দিয়ে ঢুকে মন্দিরে চুরি, সেই পথেই আটকা পড়ল চোর
বহু কাকুতিমিনতি করে রক্ষা পেল 'কীর্তিমান'
নিজস্ব প্রতিবেদন: মন্দিরের ভিতরে ছিল প্রচুর সোনা, রুপো। সেই লোভে মন্দিরের জানলা ভেঙে, গর্ত করে, ভিতরে ঢোকে এক ব্যক্তি। নিশ্চিন্তে কাজও হাসিল করে। কিন্তু বেরতে গিয়ে মহাবিপদে পড়ল চোর মহাশয়!
অভিযোগ, মন্দিরের সিন্দুকে থাকা সোনা, রুপোর গয়না এবং টাকা চুরি করতে ভিতরে ঢুকেছিল ওই ব্যক্তি। যে পথ দিয়ে ভিতরে ঢুকেছিল সন্তর্পণে সেই পথ দিয়েই বেরিয়ে আসছিল। কিন্তু চুরির সামগ্রী নিয়ে সেখানে আটকে যায় অভিযুক্ত। অর্থাৎ যে গর্ত দিয়ে মন্দিরের ভিতরে ঢুকেছিল, সেই গর্তেই আটকে যায় সে। অবশেষে বহু কাকুতিমিনতি করে রক্ষা পায় কীর্তিমান। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার একটি প্রত্যন্ত গ্রামে।
দীর্ঘক্ষণ গর্তে আটকে থাকার পর চিৎকার করতে শুরু করে অভিযুক্ত। ছুটে যান গ্রামবাসীরা। কোনও ক্রমে চোরটাকে উদ্ধার করে এবং পুলিসের হাতে তুলে দেওয়া হয়। গ্রামবাসীরা কেউ কেউ মজার ছলে বলছেন, পুরোটাই ভগবানের মার!
আরও পড়ুন: Viral: আধার কার্ডে নামের জায়গায় লেখা 'মধুর পঞ্চম সন্তান', সোশ্যাল মিডিয়ায় শোরগোল