ইস্তেহারে রাম মন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিলে কংগ্রেসকে সমর্থন দেব, জানালেন ভিএইচপির শীর্ষ নেতা

আগামী ৩১ জানুয়ারি শুরু হচ্ছে ভিএইচপির ধর্ম সংসদ। ওই বৈঠকে সরকারের ওপরে রাম মন্দির নিয়ে কতটা চাপ বাড়ানো হবে তা নিয়ে আলোচনা হবে

Updated By: Jan 20, 2019, 04:28 PM IST
ইস্তেহারে রাম মন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিলে কংগ্রেসকে সমর্থন দেব, জানালেন ভিএইচপির শীর্ষ নেতা

নিজস্ব প্রতিবেদন: রাম মন্দির তৈরির জন্য কেন্দ্রের ওপরে ক্রমে চাপ বাড়াচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ। ইতিমধ্যে তারা অযোধ্যায় একটি কর্মসূচিও পালন করেছে। এবার তারা কড়া হুঁশিয়ারি দিল বিজেপিকে। দলের কর্তা অলোক কুমার সংবাদমাধ্যমে জানালেন, কংগ্রেস যদি তাদের ইস্তেহারে রাম মন্দিরকে যুক্ত করে তাহলে ভিএইচপি তাকে সমর্থন দেবে।

আরও পড়ুন-গড়িয়াহাটের বিধ্বংসী আগুন মোকাবিলায় এক যন্ত্রেই বাজিমাত দমকলের  

প্রয়াগরাজে কুম্ভ মেলায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ভিএইচপির কার্যনির্বাহী সভাপতি অলোক কুমার। সেখানেই তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘আমাদের জন্য সব দরজা বন্ধ করে রেখেছে কংগ্রেস। ওরা যদি ওদের ইস্তেহারে রাম মন্দির যুক্ত করে তাহলে আমরা ওদের সমর্থন দেওয়ার কথা ভেবে দেখব।’

উল্লেখ্য আগামী ৩১ জানুয়ারি শুরু হচ্ছে ভিএইচপির ধর্ম সংসদ। ওই বৈঠকে সরকারের ওপরে রাম মন্দির নিয়ে কতটা চাপ বাড়ানো হবে তা নিয়ে আলোচনা হবে। অলোক কুমার বলেন, ‘ধর্ম সংসদে সাধু সন্তদের কাছে আমরা আশীর্বাদ চাইব। ওই বৈঠকে রাম মন্দির ইস্যুটি সাধুদের কাছে তোলা হবে। তাদের পরামর্শ নেওয়া হবে। তার পরেই এনিয়ে সংগঠন তার সিদ্ধান্ত নেবে।‘

আরও পড়ুন-পরকীয়ায় পথের কাঁটা সরাতেই প্রেমিককে নিয়ে স্বামী রামুয়াকে খুনের ছক  

অলোক কুমারের মন্তব্য নিয়ে বিবৃতি দিয়েছেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র। তিনি বলেন, আগে রাম মন্দিরকে কংগ্রেস হৃদয় দিয়ে ভাবতে শিখুক। এই দলেরই নেতা কপিল সিব্বল আদালতে দাবি করেছেন লোকসভা নির্বাচনের পর রাম মন্দির নিয়ে শুনানি করা হোক।

.