সরকার বদলের ইঙ্গিত, কংগ্রেসের হাতছাড়া হতে চলেছে উত্তরাখণ্ড

উত্তরাখণ্ড কি কংগ্রেসের হাতছাড়া হতে চলেছে? ৭০ আসনের উত্তরাখণ্ড বিধানসভা। ম্যাজিক ফিগার ৩৬। সকালের ট্রেন্ডে অর্ধেকের অনেক বেশি আসনে এগিয়ে বিজেপি।

Updated By: Mar 11, 2017, 10:07 AM IST
সরকার বদলের ইঙ্গিত, কংগ্রেসের হাতছাড়া হতে চলেছে উত্তরাখণ্ড

ওয়েব ডেস্ক : উত্তরাখণ্ড কি কংগ্রেসের হাতছাড়া হতে চলেছে? ৭০ আসনের উত্তরাখণ্ড বিধানসভা। ম্যাজিক ফিগার ৩৬। সকালের ট্রেন্ডে অর্ধেকের অনেক বেশি আসনে এগিয়ে বিজেপি।

বুথ ফেরত সমীক্ষাতেই মিলেছিল উত্তরাখণ্ডে এবার সরকার বদলের ইঙ্গিত। অধিকাংশ সমীক্ষাই বলেছে, দেবভূমি হাতছাড়া হচ্ছে কংগ্রেসের। উঠবে গেরুয়া ঝড়। ২০১২-র ভোটে ৩২টি আসনে জিতে ক্ষমতা দখল করে কংগ্রেস। মাত্র একটি আসন কম পেয়ে বিজেপি বিরোধী দলের তকমা পায়। এবার অবশ্য প্রায় সব বুথফেরত সমীক্ষাতেই ছিল বিজেপির ক্ষমতা দখলের ইঙ্গিত।

নিউজ ২৪-এর হিসেব, বিজেপি একাই পাবে ৫৩টি আসন। কংগ্রেস মাত্র ১৫। ইন্ডিয়া টুডের হিসেবও বলছে, বিজেপি পেতে পারে ৪৬ থেকে ৫৩টি আসন। ১২ থেকে ২১টি আসন যেতে পারে কংগ্রেসের ঝুলিতে। ইন্ডিয়া নিউজের সমীক্ষার ফল, পদ্ম শিবির পাবে ৩৮টি আসন। কংগ্রেসের আসন সংখ্যা হতে পারে ৩০। খানিকটা আলাদা ছিল ইন্ডিয়া টিভির সমীক্ষা রেজাল্ট। তাঁদের হিসেব ছিল, লড়াই হবে নেক-টু-নেক। কংগ্রেস-বিজেপি দুই দলই ২৯ থেকে ৩৫টি আসন ঝুলিতে পোরার সম্ভাবনা। 

আরও পড়ুন, গণনা শুরুতেই মণিপুরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত

বিস্তারিত জানতে ক্লিক করুন

.