Amit Shah in UP: বিজেপি জিতলে আগামী ৫ বছর নিশ্চিন্ত, উত্তরপ্রদেশে কৃষকদের জন্য বড় ঘোষণা শাহ-র

শাহ বলেন, গত দুই দফায় মুছে গিয়েছে সমাজবাদী পার্টি 

Updated By: Feb 15, 2022, 05:20 PM IST
Amit Shah in UP: বিজেপি জিতলে আগামী ৫ বছর নিশ্চিন্ত, উত্তরপ্রদেশে কৃষকদের জন্য বড় ঘোষণা শাহ-র

নিজস্ব প্রতিবেদন: বিহার বিধানসভা ভোটের সময় বিজেপির ঘোষণা ছিল, ক্ষমতায় এলে রাজ্যে ফ্রি-তে করোনা টিকা দেওয়া হবে। এবার উত্তরপ্রদেশ। বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

মঙ্গলবার উত্তরপ্রদেশের দিব্যপুরের জনসভায় অমিত শাহ বলেন, 'আগামী ১৮ মার্চ হোলি। ১০ মার্চ রাজ্য বিধানসভা নির্বাচনের(Uttar Pradesh Assembly Election 2022) ফল ঘোষণা। ওই দিন বিজেপিকে ক্ষমতায় আনুন। ১৮ তারিখে আপনাদের ঘরে ফ্রিতে গ্যাস সিলিন্ডার(LPG) পৌঁছে যাবে। আগামী ৫ বছর কোনও চাষীকে বিদ্যুতের বিল দিতে হবে না।'

উল্লেখ্য, উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের দু'দফা শেষ হয়েছে। এই দুই দফায় সমাদবাদী পার্টি(SP) দাঁত ফোটাতে পারেনি বলে দাবি করেন শাহ। বলেন, 'গত দুই দফায় মুছে গিয়েছে সমাজবাদী পার্টি। রাজ্যে বিজেপি সরকারকে ক্ষমতায় আনার ভিত তৈরি করে দিয়েছে পশ্চিম উত্তরপ্রদেশ(Western UP)। তৃতীয় দফায় ব্যবধান আরও বাড়বে।'

আরও পড়ুন- উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে হাজির বিজেপি সাংসদ ও নেতা

অখিলেশ যাদবকে নিশানা করে অমিত শাহ(Amit Shah) বলেন, 'অখিলেশ যাদব(Akhilesh Yadav) প্রশ্ন তুলছেন আমরা কী করেছি। যদি কেউ হলুদ রঙের চশমা পরে থাকেন তাহলে তিনি সবকিছু হলুদই দেখবেন। অখিলশের আমলে গুলি তৈরি হতো রাজ্যে। এবার পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহারের জন্য এবার গোলা তৈরি হবে।'

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.