শিখ দাঙ্গা: সোনিয়া গান্ধীকে তলব মার্কিন আদালতের

এক শিখ সংগঠনের অভিযোগের ভিত্তিতে মার্কিন ফেডেরাল আদালত কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে সমন জারি করল।

Updated By: Sep 4, 2013, 12:31 PM IST

এক শিখ সংগঠনের অভিযোগের ভিত্তিতে মার্কিন ফেডেরাল আদালত কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে সমন জারি করল। সোনিয়ার বিরুদ্ধে অভিযোগ তিনি ১৯৮৪ শিখ দাঙ্গায় জড়িত কংগ্রেস নেতা-কর্মীদের যেভাবে আড়াল করছেন, তা আন্তর্জাতিক অপরাধ।
শিখ ফর জাস্টিস (এসএফজি)-নামের এক মার্কিন মানবতাবাদী সংগঠন কংগ্রেস সভানেত্রীর সোনিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল। সেই সংগঠনের দাবি ১৯৮৪ সালে শিখদের হত্যা, অত্যাচার, ধর্ষণের ঘটানায় প্রত্যক্ষ মদত ছিল শাসক দল কংগ্রেসের। তাই সোনিয়ার কাছে ক্ষতিপূরণ দাবি করা হয়।
তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর হত্যাকাণ্ডের পর দেশ জুড়ে শুরু হয় শিখ নিধন যজ্ঞ। ২৭ পাতার অভিযোগ পত্রে এই শিখ সংগঠনে ৮৪-শিখ দাঙ্গায় কংগ্রেসের যোগাযোগের প্রমাণ দাখিল করে বলে খবর। তাদের দাবি ৩০ হাজার কংগ্রেস কর্মী ইন্ডিরা গান্ধী হত্যার `প্রতিশোধ`নিতে শিখদের অত্য়াচার, ধর্ষণ, হত্যা করে।

Tags:
.