বালিশ চাই, দুর্ঘটনায় কাটা পা রোগীর মাথার নীচে রাখলেন চিকিৎসক
মেডিক্যাল কলেজের প্রিন্সিপ্যাল চিকিৎসকের উপর থেকে ওই অভিযোগ ঝেড়ে ফেলার চেষ্টা করেছেন। সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন, ‘চিকিৎসকরা ওই রোগীর মাথা কোনও কিছুর উপরে রাখার জন্য বালিশের মতো কিছু একটা চাইছিলেন। এমন সময়ে হাসপাতালের কর্মীরা ওই কাটা পা রোগীর বালিশ হিসেবে ব্যবহার করে
নিজস্ব প্রতিবেদন: শুনলে আশ্চর্য হয়ে যাবেন শুধু নয় আঁতকেও উঠবেন। ভয়ঙ্কর অভিযোগ উঠল উত্তরপ্রদেশের ঝাঁসির এক সরকারি হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে।
He was given immediate medical aid. Doctor looked for something to raise his head. Patient's attendant used the leg for the same. We've set up committee. Strict action will be taken if our staff is found to be at fault: Sadhna Kaushik, Principal,Maharani Laxmi Bai Medical College pic.twitter.com/mLk6udOU1w
— ANI UP (@ANINewsUP) March 10, 2018
বাস দুর্ঘটনায় বাদ যাওয়া পা বালিশ হিসেবে ব্যবহার করা হল ঝঁসির লক্ষ্মীবাই মেডিক্যাল কলেজ হাসপাতালে। এমনই অভিযোগ করেছেন রোগীর আত্মীয়রা। এই ঘটনার তদন্তের আদেশ দিতে বাধ্য হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
#UttarPradesh: Attendants of a patient allege that staff at Maharani Laxmi Bai Medical College, Jhansi used his severed leg as a pillow for him after he was admitted there upon meeting with an accident, College Principal says 'We've set up committee to probe & will take action'. pic.twitter.com/lJFJ3SCjWf
— ANI UP (@ANINewsUP) March 10, 2018
হাসপাতালের ক্যাজুয়েলটি বিভাগে ওই রোগী শুয়ে রয়েছেন একটি স্ট্রেচারে। আর তার কাটা পা তার মাথার বালিশ হিসেবে ব্যবহার করা হচ্ছে। স্থানীয় একটি টিভি চ্যানেলে ওই ছবি ছড়িয়ে পড়তেই রাজজুড়ে তীব্র শোরগোল শুরু হয়ে যায়।
Suspended one senior resident orthopedic doctor, one EMO, nurse in-charge and one other person. Initiated departmental proceedings against consultant on-call doctor: Principal, Maharani Laxmi Bai Medical College
— ANI UP (@ANINewsUP) March 10, 2018
হতভাগ্য রোগীটি একটি স্কুলবাসের খালাসি। স্কুলে আসার সময়ে বাসটি একটি ট্র্যাক্টরের সঙ্গে সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে উল্টে যায়। তাতেই মারাত্মক জখম হন ওই খালাসি। তাঁকে ঝাঁসির ওই হাসপাতালে আনা হলে তার পা বাদ দেন চিকিৎসকরা।
আরও পড়ুন-মানিকের আবাসে মিলেছিল মহিলার কঙ্কাল, ট্যাঙ্ক সাফাইয়ের পরামর্শ দেওধরের
মেডিক্যাল কলেজের প্রিন্সিপ্যাল চিকিৎসকের উপর থেকে ওই অভিযোগ ঝেড়ে ফেলার চেষ্টা করেছেন। সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন, ‘চিকিৎসকরা ওই রোগীর মাথা কোনও কিছুর উপরে রাখার জন্য বালিশের মতো কিছু একটা চাইছিলেন। এমন সময়ে হাসপাতালের কর্মীরা ওই কাটা পা রোগীর বালিশ হিসেবে ব্যবহার করে। এনিয়ে ওই কর্মীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।‘