মানুষ আবেগ নিয়ন্ত্রণ করতে পারছেন না, লেনিন মূর্তি ভাঙা নিয়ে মন্তব্য তসলিমার
তসলিমা বলেন, লেনিন, পেরিয়ার, আম্বেদকর, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙা হয়েছে। ভাববেন না, মূর্তি ফের খাড়া হয়ে যাবে
নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরায় বিধানসভা নির্বাচন শেষ হতেই ভেঙে ফেলা হয়েছে লেনিনের ২টি মূর্তি। কলকাতায় ভাঙা হয়েছে শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি। অন্যদিকে দক্ষিণ ভারতে পেরিয়ার ও উত্তর প্রদেশে ভাঙা হয়েছে বি আর আম্বেদকরের মূর্তি। এনিয়ে মন্তব্য করতে গিয়ে ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন।
The statues of Lenin, Periyar, Amdedkar, Subhash Bose have been vandalized. People can't control their emotion. Don't worry. Statues will be erected again.
— taslima nasreen (@taslimanasreen) March 9, 2018
রাজধানীতে এক অনুষ্ঠানের ফাঁকে সংবাদ মাধ্যমে তসলিমা বলেন, ‘মানুষ তাঁদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারছেন না। লেনিন, পেরিয়ার, আম্বেদকর, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙা হয়েছে। ভাববেন না, মূর্তি ফের খাড়া হয়ে যাবে।’
In Kolkata the statues of Gandhi, Shyamaprasad Mukherjee, Netaji, Rabindranath Tagore, Vivekananda, Vidyasagar etc are getting probably Y or X category security. But the statue of Lenin is getting Z plus security. Lal Salaam, Comrade statue!
— taslima nasreen (@taslimanasreen) March 10, 2018
অারও পড়ুন-মানিকের আবাসে মিলেছিল মহিলার কঙ্কাল, ট্যাঙ্ক সাফাইয়ের পরামর্শ দেওধরের
বিতর্কিত লেখিকা আরও বলেন, ’মধ্যযুগে কোনও যুদ্ধের শেষে পরাজিতদের সম্পত্তি লুট করা হতো। কিন্তু এখন সেই যুগ নেই। এখন গণতন্ত্রের যুগ। রাজনৈতিক প্রতিপক্ষ মানে আপনার শত্রু নন। কেউ লেনিনকে পছন্দ না করতেই পারেন। কিন্তু তাঁর মূর্তি ভেঙে ফেলা বাঞ্ছনীয় নয়। কলকাতায় গান্ধী, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, নেতাজির মূর্তি সম্ভবত এক্স ও ওয়াই ক্যাটিগোরি নিরাপত্তা পাচ্ছে। কিন্তু লেনিনের মূর্তি জেড প্লাস ক্যাটিগোরির সিকিউরিটি পাচ্ছে। লাল সেলাম, কমরেড মূর্তি।‘